
নির্বাচিত নাগরিক অভিমতকে গুরুত্ব দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা চালিয়ে যাচ্ছেন তাঁর এক অভিনব উদ্যোগ – “মুখ্যমন্ত্রী সমীপেষু”। এই জনসংযোগভিত্তিক কার্যক্রমে আজ পূর্ণ হলো ৫০তম পর্ব, যা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।প্রতিটি বুধবার মুখ্যমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমী কর্মসূচি, যেখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত নাগরিকরা সরাসরি তুলে ধরেন তাঁদের সমস্যার কথা। আজও সেই ধারাবাহিকতায় বহু মানুষ তাঁদের অভাব-অভিযোগ নিয়ে উপস্থিত হন মুখ্যমন্ত্রীর দরবারে।এই উপলক্ষে মুখ্যমন্ত্রী বলেন, “জনগণের সঙ্গে সরাসরি এই সংলাপ আমাকে শুধু তাঁদের সমস্যাগুলোর বাস্তব চিত্র উপলব্ধি করতে সাহায্য করেনি, বরং তাঁদের প্রতি দায়িত্ব ও সহানুভূতির অনুভব আরও দৃঢ় করেছে।” তিনি জানান, প্রশাসনের তরফ থেকে সর্বোচ্চ আন্তরিকতা এবং দায়িত্ববোধ নিয়ে প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং সমাধানের যথাসাধ্য চেষ্টা চালানো হচ্ছে।৫০টি পর্ব অতিক্রম করেও এই কর্মসূচি থেমে নেই। বরং মানুষের অংশগ্রহণ ও আস্থাই প্রমাণ করে – সরকারের কাছে পৌঁছানোর জন্য এটি হয়ে উঠেছে একটি নির্ভরযোগ্য মঞ্চ।