
আগামী ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবসকে কেন্দ্র করে তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো ও বর্তমান এমডিসি প্রদ্যোৎ কিশোর দেববর্মণ ত্রিপুরার জনগণকে গ্রাম পরিষদ (ভিলেজ কাউন্সিল) নির্বাচনের দাবিতে একযোগে আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন।সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জানান, এই দিনটি আদিবাসীদের ঐতিহ্য, সংস্কৃতি ও জাতিসত্তাকে গর্বের সাথে উদযাপনের সময়। সেই উপলক্ষে খুমলুংয়ে বিকেল ৩টায় এক বিশেষ অনুষ্ঠান আয়োজনের কথাও জানান তিনি, যেখানে আদিবাসী সমাজের অস্তিত্ব ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি সম্মান জানানো হবে।প্রদ্যোৎ আরও জানান, একই দিন সন্ধ্যা ৬টা থেকে ত্রিপুরা টিএএডিসি-র প্রতিটি ব্লকে ‘হোমচাং র্যালি’ বা মশাল মিছিল অনুষ্ঠিত হবে। র্যালির মূল উদ্দেশ্য হলো টিএএডিসি অঞ্চলে স্থগিত থাকা গ্রাম পরিষদ নির্বাচন দ্রুত আয়োজনের দাবি জানানো।তিনি অভিযোগ করেন, রাজ্য নির্বাচন কমিশন এখনও পর্যন্ত ভিলেজ কাউন্সিল নির্বাচন না করায় আদিবাসীদের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। “এটি কোনো রাজনৈতিক আন্দোলন নয়,” বলেন প্রদ্যোৎ, “এটি আমাদের অধিকার এবং অস্তিত্ব রক্ষার লড়াই। আপনি যেই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হোন না কেন, ভোটের অধিকার প্রত্যাহার কারো জন্যই গ্রহণযোগ্য হতে পারে না।”তিনি সকল আদিবাসী জনগণকে ঐক্যবদ্ধভাবে ৯ আগস্ট নিজেদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন।