
কেন্দ্রীয় সরকারের পোস্ট অফিসে চাকরি পাইয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এক প্রতারক বিলোনিয়া এলাকার এক পরিবারকে প্রায় ৬০ হাজার টাকা থেকে বেশি অর্থের ক্ষতির মুখে ফেলেছে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।ভুক্তভোগী অজিত দেবনাথ জানান, তাঁর স্ত্রীর মোবাইল নম্বরে ‘সৌরভ’ নামে এক ব্যক্তি ফোন করে নিজেকে কলকাতা পোস্ট অফিসের এক আধিকারিক বলে দাবি করেন। তিনি দাবি করেন, শিল্পী দেবনাথকে গ্রামীণ ডাক সেবক (জিডিএস) পদে নিয়োগ দেওয়া হবে। নিয়োগপত্র পাওয়ার প্রক্রিয়ায় ধাপে ধাপে মোট ৬০,০০০ টাকা আদায় করেন তিনি।এরপরও প্রতারক থেমে থাকেননি। অতিরিক্ত ১৮,৪০০ টাকা দাবি করেন ভেরিফিকেশনের খাতে, এবং জানান পোস্ট অফিসের তিনজন আধিকারিক শীঘ্রই তাঁদের বাড়িতে যাচাই করতে আসবেন। এমনকি মোবাইলে জয়েনিং লেটার এবং পুলিশের ক্লিয়ারেন্স সার্টিফিকেটও পাঠানো হয়।সন্দেহ হওয়ায়, দেবনাথ পরিবার সরাসরি বিলোনিয়া পোস্ট অফিসে যোগাযোগ করেন। সেখানকার বাস্তব আধিকারিকরা জানান, এমন কোনও নিয়োগ বা ভেরিফিকেশন প্রক্রিয়া বর্তমানে চলছে না এবং পুরো বিষয়টি প্রতারণা ছাড়া কিছুই নয়। এরপরই পরিবারটি বিলোনিয়া থানায় লিখিত অভিযোগ জমা দেয়।অজিত দেবনাথ স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, “আমরা চাই এমন প্রতারক যেন অবিলম্বে গ্রেপ্তার হয় এবং আমাদের মতো আর কেউ যেন প্রতারণার শিকার না হন।”এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় মানুষদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক সময়ে সরকারি চাকরির লোভ দেখিয়ে প্রতারণার ঘটনা বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষের প্রতি পরামর্শ, কোনও নিয়োগ সংক্রান্ত প্রস্তাব পেলে সংশ্লিষ্ট দপ্তরে সরাসরি যাচাই করে নেওয়াই বুদ্ধিমানের কাজ।