
আগরতলার শহরতলি চন্দ্রপুর ইছামোয়া এলাকায় মঙ্গলবার গভীর রাতে ঘটে যায় এক ভয়ঙ্কর চুরির ঘটনা, যা গোটা অঞ্চলে ছড়িয়ে দিয়েছে উদ্বেগ ও আতঙ্কের ছায়া। মুখ ঢাকা অবস্থায় দুই দুষ্কৃতী একা ঘুমন্ত এক গৃহবধূর ঘরে ঢুকে পড়ে, ধারালো ছুরি হাতে তাকে আহত করে এবং স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।ঘটনার সময় পরিবারের অন্য সদস্যরা বাড়ির অন্য ঘরে ঘুমাচ্ছিলেন এবং ছেলেরা ছিল বাইরে। রাতে আচমকা দরজায় শব্দ শুনে গৃহবধূ খুলতেই বিপত্তি ঘটে। দুষ্কৃতীরা তাকে চুপ করাতে দু’হাতে ছুরিকাঘাত করে, রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে ঘরের বিভিন্ন জিনিসপত্র তছনছ করে ফেলে।ভাগ্যক্রমে গৃহবধূর কাছে তখন খুব বেশি গয়না ছিল না, কারণ সেগুলো আগেই বাপের বাড়িতে পাঠানো হয়েছিল। তবুও চোরেরা কিছু স্বর্ণালঙ্কার নিয়ে মাত্র কয়েক মিনিটে পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হতেই পুলিশকে খবর দেওয়া হয় এবং তারা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে।স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয় বরং এটি একটি সংঘবদ্ধ অপরাধচক্রের অংশ হতে পারে। গভীর রাতে চুরি, ছুরিকাঘাত, এবং সম্পত্তি লুট—সব মিলিয়ে এলাকাবাসী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।পুলিশ জানিয়েছে, আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনও পর্যন্ত কাউকে আটক করা যায়নি। শহরতলির শান্ত এলাকা হিসেবে পরিচিত এই অঞ্চলে বারবার এমন ঘটনা ঘটে যাওয়ায় রাত্রিকালীন নিরাপত্তা জোরদার করার দাবি জানাচ্ছেন স্থানীয়রা।চন্দ্রপুর ও আশেপাশের অঞ্চলে এখন চরম উদ্বেগ ও আতঙ্কের পরিবেশ। পুলিশের সক্রিয় হস্তক্ষেপ ছাড়া এই পরিস্থিতির উন্নতি সম্ভব নয় বলেই মনে করছেন এলাকাবাসী।