
ত্রিপুরার বিশালগড় থানার পুলিশ গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে গজারিয়া গ্রামে এক বিশাল গাঁজা বিরোধী অভিযান চালায়। বিজয় নদীর দক্ষিণ পাড়ে অবস্থিত এলাকায় গাঁজা চাষের অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠছিল, তবে এতদিন প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ লক্ষ্য করা যায়নি।অবশেষে, পুলিশের তৎপরতায় শনিবার ধ্বংস করা হয়েছে প্রায় ১ লক্ষ ২০ হাজার গাঁজা গাছ—যা প্রমাণ করে, দীর্ঘ সময় ধরে সরকার এবং প্রশাসনের চোখের সামনে এই অবৈধ কর্মকাণ্ড চলছিল।অভিযানে নেতৃত্ব দেন বিশালগড় থানার ওসি বিজয় দাস, সঙ্গে ছিল পুলিশ ও টিএসআর বাহিনী। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, এ ধরনের গোপন চাষ একদিনে গড়ে ওঠে না। তারা প্রশ্ন তুলেছেন, স্থানীয় প্রশাসন এতদিন কী করছিল?বিশেষজ্ঞদের মতে, এত বড় পরিসরের গাঁজা চাষ সরকারের নজরদারির ঘাটতির একটি বড় উদাহরণ। এটি শুধু আইনশৃঙ্খলা নয়, বরং প্রশাসনিক দুর্বলতাকেও সামনে এনে দিয়েছে। পুলিশ জানিয়েছে, ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে।তবে প্রশ্ন থেকে যাচ্ছে—কতদিন পরে? কতটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে? আর আদৌ কি এই অভিযানগুলি শুধু ‘দেখনদারি’ নয়?