সনাতন সংস্কৃতির অমল ধারা “গুরু-শিষ্য পরম্পরা” যে কেবলমাত্র এক ঐতিহাসিক প্রথা নয়, তা আজও আত্মিক উন্নয়ন, জ্ঞান ও শৃঙ্খলার জীবন্ত প্রতীক হিসেবে সমাজকে আলোকিত করে চলেছে।এই পরম্পরার প্রতি শ্রদ্ধা নিবেদন করতেই আজ গুরু পূর্ণিমার পবিত্র দিনে বনমালীপুর মণ্ডলের কার্যকর্তারা উপস্থিত ছিলেন চৌমুহনীস্থ রামকৃষ্ণ আশ্রমে। সেখানে তাঁরা পরম শ্রদ্ধেয় স্বামী অমর্ত্যানন্দ মহারাজের সান্নিধ্য ও আশীর্বাদ লাভের সুযোগ পান।স্বামীজির আধ্যাত্মিক ভাষণ ও শান্তময় উপস্থিতি উপস্থিত সকলকে এক গভীর অন্তরস্পর্শী অভিজ্ঞতা প্রদান করে। তাঁর বাণীতে ছিল মানবিকতা, শৃঙ্খলা ও আত্মদীক্ষার বার্তা, যা বহুজনের হৃদয়ে গভীর রেখাপাত করে।বনমালীপুর মণ্ডলের পক্ষে এক সদস্য বলেন, “আমরা আজ গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পেরে কৃতজ্ঞ। স্বামীজির আশীর্বাদ ও বাণী আমাদের আগামীর পথ চলায় অনুপ্রেরণা জোগাবে।”এই বিশেষ দিনে সকলেই তাঁদের জীবনের সেই গুরুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যাঁরা তাঁদের আলোকিত করেছেন জ্ঞানের আলোয়।