
কুমারী টিলা এলাকায় চুরি ও মাদকবিরোধী অভিযানে তিনজনকে আটক করেছে এনসিসি থানার পুলিশ। পৃথক দুটি অভিযানে রড ও সিমেন্ট চুরির অভিযোগে দুইজন এবং বিপুল পরিমাণ গাঁজা ও হেরোইনসহ এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাজিত মালাকার এক সংবাদ সম্মেলনে জানান, কুমারী টিলা এলাকায় নির্মাণসামগ্রী চুরির অভিযোগে তদন্ত শুরু হলে অভিযান চালিয়ে চুরি যাওয়া রড ও সিমেন্টসহ দুই অভিযুক্তকে আটক করা হয়।অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে চালানো আরেক অভিযানে রঞ্জন রায় নামে এক মাদক কারবারিকে ১১০০ গ্রাম গাঁজা এবং হেরোইনের কৌটাসহ গ্রেফতার করা হয়। রঞ্জন রায় দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসায় জড়িত বলে পুলিশ জানায়।ওসি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।