
ত্রিপুরার শাস্ত্রীয় সঙ্গীত অনুরাগীদের জন্য এক গর্বের মুহূর্ত নিয়ে আসছে আগরতলার খ্যাতনামা শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান সুরমল্লার (A Socio Cultural Organization)। আগামি ৩রা আগস্ট, ২০২৫, রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত হতে চলেছে এক বিশেষ সঙ্গীত সন্ধ্যা – “আগ্রা কি খুশবু”।প্রতিষ্ঠানটি ২০১৭ সালে যাত্রা শুরু করে প্রয়াত গুরু হিমাংশু আচার্য্যের নেতৃত্বে। আগ্রা ঘরানার ঐতিহ্যবাহী প্রথা অনুসরণ করে সঙ্গীত শিক্ষাদানের মাধ্যমে ত্রিপুরার সাংস্কৃতিক মানচিত্রে এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে সুরমল্লার।এই বিশেষ সন্ধ্যায় শ্রোতারা সাক্ষাৎ পাবেন আগ্রা ঘরানার প্রখ্যাত শিল্পী ও বর্তমান ধারক-বাহক উস্তাদ ওয়াসিম আহমেদ খান-এর গায়নে। তাঁর সঙ্গে তবলায় থাকবেন পন্ডিত সঞ্জয় অধিকারী, এবং সারিঙ্গিতে সঙ্গত করবেন আল্লারাখা কালাবন্ত।সঙ্গীত সন্ধ্যার পাশাপাশি, ১লা ও ২রা আগস্ট দুইদিন ব্যাপী একটি শাস্ত্রীয় সঙ্গীত কর্মশালা অনুষ্ঠিত হবে আগরতলার যক্ষা নিবারণী হল, আইজিএম চৌমুহনীতে। এই কর্মশালায় Resource Person হিসেবে উপস্থিত থাকবেন উস্তাদ ওয়াসিম আহমেদ খান নিজে, যা আগ্রহী শিক্ষার্থীদের জন্য এক অনন্য সুযোগ।এই পুরো আয়োজনের মাধ্যমে সুরমল্লার তুলে ধরতে চায় আগ্রা ঘরানার গুরুকুল ভিত্তিক শিক্ষাপদ্ধতি ও গায়নশৈলীর বিশুদ্ধতা।সুরমল্লার-এর অধ্যক্ষ ড. অলক আচার্য্য রাজ্য ও রাজধানীর সকল সঙ্গীতপ্রেমীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন, যেন এই অনুষ্ঠানটি হয়ে ওঠে সাফল্যমন্ডিত ও স্মরণীয়।