
আগরতলা থেকে হরিদ্বারের মধ্যে একটি নতুন বিশেষ ট্রেন চালুর দাবি নিয়ে এবার আশার বার্তা দিল কেন্দ্র। ত্রিপুরার সাংসদ বিপ্লব কুমার দেবের আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে পদক্ষেপ গ্রহণ করেছেন বলে জানা গেছে।রেল মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গত ১৯ জুলাই সাংসদ বিপ্লব দেব আগরতলা ও হরিদ্বারের মধ্যে সপ্তাহে একদিন বিশেষ ট্রেন চালুর প্রস্তাব পাঠান। সেই প্রস্তাবকে গুরুত্ব দিয়ে রেলমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরকে ট্রেন চালুর সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন। সম্ভাব্যতা সমীক্ষার পরই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।এই উদ্যোগের জন্য রেলমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব। তাঁর মতে, এই ট্রেন চালু হলে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে উত্তর ভারতের যোগসূত্র আরও মজবুত হবে, যা পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।উল্লেখ্য, আগরতলা ও হরিদ্বার—উভয়ই জনপ্রিয় পর্যটন এবং তীর্থস্থান। এই নতুন ট্রেন যাত্রীদের জন্য যেমন উপকারে আসবে, তেমনই অঞ্চলভিত্তিক যোগাযোগ ব্যবস্থাকে আরও দৃঢ় করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।