পথ দুর্ঘটনা প্রাণ নিয়ে গেলো এক শিল্পীর
**নিজস্ব প্রতিনিধি :ত্রিপুরা : প্রিয়াংকা বনিক : ৩ জানুয়ারি লরি ও বাইকের সংঘর্ষে মৃত্যু হয়েছে এক বাইক রাইডারের। বিশ্রামগঞ্জ থেকে আগরতলা যাওয়ার পথে ওই দূর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলকর্মীরা। এদিকে, ঘাতক লরিটিকে আটক করে পুলিশ। কিন্তু ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে চালক।বাইক নিয়ে বিশ্রামগঞ্জ থেকে আগরতলা দিকে আসার সময় একটি দ্রুতগামী লরির সাথে সংঘর্ষ ঘটে। তাতে গুরুতর আহত হয়েছে বাইক চালক আরাধ্য আচার্য। তার বাড়ি আগরতলায়। সাথে সাথে খবর পেয়ে দমকল কর্মীরা তাকে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আজ তার শেষকৃত্য সম্পন্ন হয়।
Post Comment