আবারো আমতলী থানার পুলিশের হাতে নেশা সামগ্রী সহ আটক এক মহিলা নেশা কারবারি ও গাড়ি চালক।
**নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা :প্রিয়াংকা বনিক : ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে আমতলী থানার অন্তর্গত সিদ্ধি আশ্রম থেকে আগরতলা রেল স্টেশন এর দিকে আমতলী থানার পুলিশ যাচ্ছিল ঠিক সেই সময় আগরতলা রেলস্টেশন সংলগ্ন রাস্তায় এক অপরিচিত মহিলার আচার-আচরণ দেখে পুলিশের সন্দেহ হয়। তখন পুলিশ ওই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে এবং মহিলার সাথে থাকা একটি ব্যাগ এবং মহিলার শরীরে কাপড় দিয়ে বাধা মোট ৫০ বোতল নেশা জাতীয় ফেন্সিডিল এর বোতল উদ্ধার করে। তখন মহিলার সাথে থাকা এক গাড়ি চালককেও থানায় নিয়ে আসে। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই মহিলা নেশা কারবারি জানিয়েছে তার নাম রূপা দেবী তিনি প্রায় প্রতিনিয়তই এভাবে পুলিশের চোখে ফাঁকি দিয়ে নেশা সামগ্রী ত্রিপুরায় নিয়ে আসেন, ওই মহিলা নেশা কারবারি পুলিশের কাছে আরো স্বীকার করেছে যে তার সাথে সব সময় সিধায় পশ্চিম তারানগর এলাকার অনীপ সূত্রধর নামে এক গাড়ি চালক সহযোগিতা করে। পুলিশ ওই মহিলার সহযোগী অনীপ সূত্রধরকেও গ্রেপ্তার করে। এ ব্যাপারে আমতলী থানার পুলিশ এনডিপিএস মামলা হাতে নিয়ে অভিযুক্তদের জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। বৃহস্পতিবার বিকেলে আমতলী থানার ওসি হিমাদ্রি সরকার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই তথ্য তুলে ধরেন। ওসি হিমাদ্রি সরকার জানিয়েছেন অভিযুক্ত নেশা কারবারি রুপা দেবী এবং তার সহযোগী অনিপ সূত্রধরকে বৃহস্পতিবার তিন দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করবে। ওসি হিমাদ্রি সরকার জানিয়েছেন নেশার রমরমা বাণিজ্য রোধ করতে পুলিশ সব সময় সক্রিয় ভূমিকা পালন করে আসছে। তারই ফলস্বরূপ বৃহস্পতিবার নেশা কারবারিসহ নেশা সামগ্রী আটক হল আমতলী থানার পুলিশের হাতে।
Post Comment