×

সহকর্মীকে খুনের পর দেহ ৩০ টুকরো করে ফ্রিজে রেখেছিলেন। এ বার ওড়িশা থেকে মিলল অভিযুক্তের দেহ*

সহকর্মীকে খুনের পর দেহ ৩০ টুকরো করে ফ্রিজে রেখেছিলেন। এ বার ওড়িশা থেকে মিলল অভিযুক্তের দেহ*

নিজস্ব প্রতিনিধি : ইন্ডিয়া : প্রিয়াংকা বনিক : ২৬ সেপ্টেম্বর

বেঙ্গালুরুতে লোমহর্ষক এক খুনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির মরদেহ ওড়িশা পাওয়া গেছে। পুলিশের সূত্র বলেছে, ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি আত্মহত্যা করে মারা গেছেন। বেঙ্গালুরুতে একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল এক তরুণীর টুকরো টুকরো করা দেহ। ওই তরুণীর দেহ মোট ৩০ টুকরো করে একটি ফ্রিজে ভরে রাখা হয়েছিল। কবে খুন হয়েছে তা এখনও সঠিক বলতে পারছে না পুলিস।

তবে ওইসব কাটা দেহাংশে পোকা হয়ে গিয়েছিল। পুলিস ওই তরুণীর পরিচয় জানতে পেরেছে। ঘটনা ঘটেছে বেঙ্গালুরুর ভ্যালিকাভাল এলাকায়। সব মিলিয়ে একেবারে দিল্লির শ্রদ্ধা ওয়ালকর খুনের ছায়া বেঙ্গালুরুতে। হত্যাকাণ্ডের শিকার ২৬ বছর বয়সী নারী সহকর্মী মাহালক্ষ্মীর দেহ ২৬ টুকরো করে ফ্রিজে রাখা হয়। শনিবার (২১ সেপ্টেম্বর) তার মরদেহ উদ্ধার করার পর পুরো শহরের লোকজন চমকে যায়। পুলিশ জানিয়েছে, ফ্রিজ থেকে উদ্ধার করা মাহালক্ষ্মীর দেহের টুকরোগুলো পচে গেছে। ধারণা করা হচ্ছে, অন্তত দুই সপ্তাহ আগে তাকে খুন করা হয়। তরুণীকে খুনের পর দেহ ৩০ টুকরো করে ফ্রিজে রেখেছিলেন। এ বার ওড়িশা থেকে মিলল অভিযুক্তের দেহ! পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন তিনি। বুধবার ওড়িশার ভদ্রক জেলায় একটি গাছ থেকে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ মিলেছে। তিনি নিহত তরুণীর সহকর্মী ছিলেন। ছিলেন ঘনিষ্ঠ বন্ধুও।সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবারই পান্ডিতে নিজের গ্রামে পৌঁছন অভিযুক্ত।তার পর থেকে গোটা দিন বাড়িতেই ছিলেন তিনি। রাতে প্রতিবেশীরা তাঁর ঝুলন্ত দেহ খুঁজে পান। গত শনিবার বেঙ্গালুরুতে এক কামরার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল ত্রিপুরার এক তরুণীর ৩০ টুকরো দেহ। ফ্রিজের মধ্যে অন্তত দু’সপ্তাহ ধরে পচছিল তাঁর দেহাংশ। নিহত তরুণীর নাম মহালক্ষ্মী। বেঙ্গালুরুর ভিয়ালিকাভাল এলাকায় একটি এক কামরার ফ্ল্যাটে থাকতেন তিনি। সোমবার সকালে বেঙ্গালুরুর পুলিশ কমিশনার বি দয়ানন্দ বলেছিলেন, ”সব দিক দিয়ে বিচার করে তদন্ত চালানো হচ্ছে। মূল অভিযুক্তের হদিস মিলেছে। তাঁকে গ্রেফতারির ব্যবস্থা চলছে।” তিনি আরও জানান, সন্দেহভাজন ব্যক্তি কর্নাটকের নয়। তবে এর থেকে বেশি তথ্য তিনি দিতে পারবেন না। কারণ, এতে সুবিধা হতে পারে ওই ব্যক্তির। এ বার মিলল সেই অভিযুক্তেরই দেহ।

Previous post

পুজোর বাজারে নো পার্কিং এরিয়া তে পার্কিং এর ফলে ফাইন দিতে হলো যানবাহন চালকদের*

Next post

বিরাট প্ল্যানিং ইজরায়েলের! তৃতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি। হিজবুল্লাকে নিকেশ করতে ব্লু প্রিন্ট তৈরি*

Post Comment

You May Have Missed