দশমীর ভোরে স্বামীর হাতে মৃত্যু স্ত্রী ও শাশুড়ির*
নিজস্ব প্রতিনিধি :ত্রিপুরা :প্রিয়াংকা বনিক : ১৩ অক্টোবর
দশমীর ভোরে এক নৃশংস খুনের সাক্ষী রইলো রাজধানী। নিজ স্ত্রী ও শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে খুন করলো এক ব্যক্তি। ঘটনা রবিবার ভোর চারটা নাগাদ। ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার ডা: কিরণ কুমার কে জানান, রবিবার ভোর চারটা নাগাদ ওএনজিসি নেতাজিনগর এলাকায় স্ত্রী তনুশ্রী আচার্য এবং শাশুড়ি সোমা আচার্যকে দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করেছেন মধুপুর নিবাসী সমরজিৎ চৌধুরী। গত দেড় বছর ধরে আলাদা থাকছেন তনুশ্রী ও সমরজিৎ। আদালতে তাঁদের বিবাহ বিচ্ছেদের মামলাও চলছে।
বর্তমানে নেতাজিনগর এলাকায় নিজ বাপের বাড়িতে থাকতেন তনুশ্রী এবং তাদের দুই সন্তান স্বামী সমরজিৎ চৌধুরীর সাথে থাকে। এরই মাঝে শনিবার রাতে দুই যুবকের সাথে স্ত্রীর পূজায় আনন্দ করার ছবি সামাজিক মাধ্যমে দেখেই খুনের পরিকল্পনা করে সমরজিৎ। সেই মোতাবেক শনিবার রাতেই শ্বশুর বাড়িতে লুকিয়ে ছিলো সে। পুজো দেখা শেষে স্ত্রী ও শাশুড়ি বাড়ি ফিরতেই তাঁদের দা দিয়ে এলোপাথাড়ি আঘাত করেন এবং তাতে ঘটনাস্থলে দুজনেরই মৃত্যু হয়। এই ঘটনায় খুনি সমরজিৎ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ এবং আজ তাকে আদালতে সোপর্দ করে পুলিশ রিমান্ডে নেওয়া হবে বলে জানা গেছে।
Post Comment