×

ব্যাপক যুদ্ধ চলছে! ইজরায়েলের ভয়াবহ বিমান হামলা, নিহত, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ*

ব্যাপক যুদ্ধ চলছে! ইজরায়েলের ভয়াবহ বিমান হামলা, নিহত, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ*

নিজস্ব প্রতিনিধি : প্রিয়াংকা বনিক : ২৮ সেপ্টেম্বর লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে শুক্রবার বৈরুতের ঘনবসতিপূর্ণ দক্ষিণ শহরতলিতে ইসরায়েলি বিমান হামলায় ২ জন নিহত এবং ৭৬ জন আহত হয়েছে, এটি একটি প্রাথমিক সংখ্যা ছিল।একটি মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “বৈরুতের দক্ষিণ শহরতলিতে হারেত হরিকের উপর ইসরায়েলি শত্রুদের ধারাবাহিক হামলায় প্রাথমিক সংখ্যায় ২ জন নিহত এবং ৭৬ জন আহত হয়েছে, যার মধ্যে ১৫ জনকে হাসপাতালে ভর্তির প্রয়োজন ছিল”ইজরায়েলের বিমান হামলায় নিহত, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। ইজরায়েল-হিজবুল্লাহ সঙ্কট শুক্রবার এবং শনিবারের মধ্য রাতে গভীর হয়েছে। কারণ ইজরায়েলি যুদ্ধবিমান বৈরুতের আবাসিক ভবনগুলিকে লক্ষ্যবস্তু করেছে। এই হামলায় নিহত হয়েছেন, হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ।জাতিসংঘে নেতানিয়াহু হামলা চালিয়ে যাওয়ার হুমকি দেওয়ার পর ইসরাইল দক্ষিণ বৈরুতে ভারী বিমান হামলা চালায়। শুক্রবার গভীর রাতে ধ্বংসস্তূপের পরিমাণ জীবিতদের খুঁজে বের করার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে যে এটি হিজবুল্লাহর “কেন্দ্রীয় সদর দফতরে একটি সুনির্দিষ্ট হামলা চালিয়েছে”, যেটি বৈরুতের দক্ষিণ শহরতলির উল্লেখ করে “দাহিয়েহের কেন্দ্রস্থলে আবাসিক ভবনের নিচে অবস্থিত” বলেছে। লক্ষ্যবস্তু এলাকায় সাতটি আবাসিক ভবন ধ্বংস করা হয়েছে, যখন হিজবুল্লাহ সাইটটি ঘিরে রেখেছে এবং সাংবাদিকদের সরে যেতে বলেছে।লেবাননে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা অব্যাহত রেখেছে ইজরায়েল। শনিবার সকালেও দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করা ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক চালিয়েছে ইজরায়েল সেনা। এক বিবৃতিতে ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের হামলায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইউনিটের প্রধান মহম্মদ আলী ইসমাইল নিহত হয়েছেন। এছাড়া ইজরায়েলি হামলায় মহম্মদ আলী ইসমাইলের ডেপুটি হুসেইন আহমেদ ইসমাইলও নিহত হয়েছেন।

Bhut Jolokia Pickle

ইজরায়েলের সামরিক বাহিনী বলেছে যে ইসরায়েলে বেশ কয়েকটি রকেট হামলার পেছনে মাস্টার মাইন্ড ছিলেন এই মহম্মদ ইসমাইল। এর আগে ইজরায়েল শুক্রবার লেবাননে বড় ধরনের বিমান হামলা চালায়। যাতে অনেক ভবন তাসের ঘরের মত ভেঙে পড়ে। এই হামলায় ছয়জন নিহত ও ৯১ জন আহত হয়েছেন বলেই জানা গিয়েছে।ইজরায়েল এই বিমান হামলা চালানোর আগে লেবাননের জনগণকে একাধিক ভবন খালি করার নির্দেশ দিয়েছে ইজরায়েল সেনা। ইসরায়েল দাবি করেছে যে এই ভবনগুলি হিজবুল্লাহ জঙ্গি রা দখল করে রেখেছে। শুক্রবার বৈরুতে হিজবুল্লাহর সদর দফতর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজরায়েলি সেনাবাহিনী। এই হামলায় একাধিক বহুতল ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। সূত্র মারফত খবরে জানা গিয়েছে হামলার মূল লক্ষ্য ছিল হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ। তবে ইজরায়েলি সেনা এবিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

Post Comment