কাশ্মীর হামলার প্রতিবাদে আগরতলায় বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ, পাকিস্তানের পতাকা দাহ
আগরতলা, ২৫ এপ্রিল:
কাশ্মীরের পেহেলগাম এলাকায় সন্ত্রাসবাদীদের হামলার ঘটনার তীব্র প্রতিবাদে আজ আগরতলার রাজপথে বিক্ষোভ দেখাল বিশ্ব হিন্দু পরিষদ (VHP) ত্রিপুরা প্রান্ত। এদিন সকাল থেকেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে VHP সমর্থকরা জমায়েত হন এবং সেখান থেকে এক বিশাল মিছিল শুরু হয়।মিছিলটি শহরের প্রধান সড়ক অতিক্রম করে রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হয়। সেখানেই পাকিস্তানের জাতীয় পতাকা দাহ করা হয়—যার মাধ্যমে প্রতিবাদকারীরা পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ ও ঘৃণা প্রকাশ করেন।বিশ্ব হিন্দু পরিষদের তরফে জানানো হয়েছে, কাশ্মীরের পেহেলগামে নিরীহ মানুষের উপর এই বর্বরোচিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যেসব ভারতীয় সৈনিক ও সাধারণ মানুষ এই হামলায় প্রাণ হারিয়েছেন, তাঁদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতাও পালন করা হয়।সংগঠনের এক মুখপাত্র বলেন, “কাশ্মীরে প্রতিনিয়ত ভারতীয় সেনা এবং সাধারণ মানুষের উপর এই ধরনের হামলা প্রমাণ করে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি কার্যকলাপ বন্ধ হয়নি। আমাদের দাবি, কেন্দ্র সরকার যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করে।”বিক্ষোভে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়, যাঁদের হাতে ছিল নানা প্রতিবাদী প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা। বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শেষ হলেও গোটা এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছিল।এই ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরার রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে।
Post Comment