দেওঘর এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার একশো রাউন্ড তাজা গুলি,ধৃত দুই।
নিজস্ব প্রতিনিধি :ত্রিপুরা : প্রিয়াংকা বনিক : ৯ অক্টোবর ষষ্ঠীর দিনে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর রেল স্টেশনে দেওঘর এক্সপ্রেস ট্রেন থেকে একশো রাউন্ড গুলি উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।সাথে আটক করা হয়েছে দুই যুবককে।ধৃতরা সম্পর্কে মামা ভাগিনা।ঘটনার বিবরণ দিয়ে ধর্মনগর রেল স্টেশনের জিআরপি থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার কলই জানান, মঙ্গলবার রাত আনুমানিক দুইটা চল্লিশ মিনিট নাগাদ ধর্মনগর রেল স্টেশনে আগরতলা অভিমুখী দেওঘর এক্সপ্রেস ট্রেনটি আসলে ট্রেনে সারপ্রাইজ তল্লাশি চালায় জিআরপি থানার পুলিশ।
তখন সন্দেহজনক ভাবে দুই যুবককে আটক করে জিআরপি থানায় নিয়ে গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালালে তাদের কাছ থেকে একশো রাউন্ড তাজা গুলি উদ্ধার হয়। তাঁর মতে,গুলি গুলো .২২ রাউন্ডের।সাথে আটক করা হয় দিপঙ্কর সেন ও প্রসেনজিৎ দাসকে। উভয়ের বাড়ি সিপাহী জেলার মধুপুর থানা এলাকায়।ধৃতরা সম্পর্কে মামা ভাগিনা।তবে মামা দিপঙ্কর সেন আমতলী থানাধীন উত্তম মধ্যম পাড়াতে থাকে। তিনি জানান, গুলি গুলো ডিমাপুর থেকে আগরতলায় অজ্ঞাত ব্যক্তির কাছে পৌঁছে দেবার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।এমর্মে জিআরপি থানার পুলিশ অস্ত্র আইনে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।খতিয়ে দেখা হচ্ছে তাজা গুলি গুলো কোথায় ও কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।এদিকে বৃহস্পতিবার ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে জিআরপি থানার পুলিশ।গোটা ঘটনায় ধর্মনগর শহর জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
Post Comment