*চেলিখলা স্কুলের সামনে ভয়াবহ বাইক দুর্ঘটনায় আহত দুই ভাই*
নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা : প্রিয়াংকা বনিক : ১ মার্চ বাইক নয়! এ যেন ফ্লাইট। এমনি অভিযোগ আহত বাইক চালক ও বাইক আরোহীর বিরুদ্ধে প্রত্যক্ষদর্শীদের।চেলিখলা স্কুলের সামনে ভয়াবহ বাইক দুর্ঘটনায় আহত দুই ভাই, চালকের ভেঙে গেলো কোমর,আরোহীর ভেঙলো পা। আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করে ঘটনা শনিবার সকালে। জানাযায় নাম্বার বিহীন পালসার বাইক নিয়ে দ্রুত গতিতে বক্সনগর থেকে বিশালগড়ে উদ্দেশ্যে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে চেলিখলা স্কুলের সামনে বাক নিতে গিয়ে বিদ্যুতের খুঁটির সাথে স্বজোরে ধাক্কা মারা বাইক সহ চালক সাবির হোসেন, ও তার কাকাতো ভাই ইয়াসিন মিয়া। দুর্ঘটনায় সাবির হোসেনের কোমর ভেঙে যাই এবং তার কাকাতো ভাই ইয়াসিন মিয়ার পা ভেঙে দু টুকরো হয়ে যায়। তাদের দ্রুত নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এ যেন বাইক নয়! ফ্লাইট চালিয়েছে আহতরা। বাতাসের থেকেও দ্রুত গতিতে বাইক চালানোর ফলেই ঘটে এই দুর্ঘটনা। আহত সাবির হোসেনের বাবার নাম রুফেল আমিন বাড়ি কলমচৌড়া আদমপুর, ইয়াসিন মিয়া পিতার নাম তহিদুল হোসেন বাড়ি কলমচৌড়া। ঘটনার খবর এ দুর্ঘটনস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ এবং দুর্ঘটনা গ্রস্থ বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
Post Comment