
ডিউটিরত অবস্থায় এক যুবককে রাস্তায় ফেলে বুটের লাথি মারলেন TSR-এর জওয়ান সুমন দাস! ঘটনাটি ঘটেছে আগরতলার লক্ষ্মীবিনারায়ন বাড়ি রোড এলাকায়। পুরো দৃশ্য ধরা পড়েছে মোবাইল ক্যামেরায়, ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে TSR প্রশাসন। অভিযুক্ত জওয়ানকে বরখাস্ত করা হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে বিভাগীয় তদন্তের।
TSR তৃতীয় ব্যাটেলিয়নের কমান্ডেন্ট বিনয় কিশোর দেববর্মা জানিয়েছেন, এমন আচরণ একেবারেই অগ্রহণযোগ্য। জওয়ান হিসেবে দায়িত্ব পালনের বদলে সাধারণ মানুষের ওপর এমন আচরণ কঠোরভাবে নেওয়া হবে।
কে সুমন দাস?
তিনি TSR তৃতীয় ব্যাটেলিয়নের ওয়ার্ড বয় পদে কর্মরত ছিলেন। অভিযুক্ত সুমনের বিরুদ্ধে প্রাথমিকভাবে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন চলছে বিভাগীয় অনুসন্ধান।
নিরাপত্তা রক্ষীদের হাতে যদি সাধারণ মানুষ নির্যাতিত হয়, তা হলে ব্যবস্থা হবেই। উদাহরণ তৈরি করতে চায় প্রশাসন।
ভিডিওতে দেখা যায়, নিরস্ত্র এক যুবককে রাস্তার মাঝে ফেলে, চরমভাবে অপমান করা হচ্ছে। স্থানীয়রা বলছেন—এ ধরনের ঘটনা পুলিশের ভাবমূর্তিকেই কলঙ্কিত করে।
এই ঘটনার পর TSR এবং পুলিশের ভূমিকা আবারও প্রশ্নের মুখে। যদিও তাৎক্ষণিক পদক্ষেপে কিছুটা ক্ষোভ প্রশমিত হলেও, বিভাগীয় তদন্তে কী ফলাফল আসে, সেদিকেই নজর সাধারণ মানুষের।