অ্যাপলকে ফের শুল্কের হুমকি ট্রাম্পের, ভারতের উৎপাদন ঝুঁকিতে
অ্যাপলকে ফের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতে আইফোন উৎপাদন করলে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক দিতে হবে—এমনই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।সাম্প্রতিক এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প জানান, “আমি আগেই অ্যাপলের সিইও টিম কুককে বলেছি, আমি চাই আইফোন আমেরিকাতেই তৈরি হোক। যদি সেটা না হয়, তাহলে অ্যাপলকে দিতে হবে ২৫ শতাংশ শুল্ক।”এই ঘোষণার পর থেকেই জল্পনা শুরু হয়েছে, ভারতে আইফোন উৎপাদনের ভবিষ্যৎ কী হতে চলেছে?অ্যাপল সম্প্রতি ভারতে উৎপাদন জোরদার করতে উদ্যোগ নিয়েছে। দেশের বিভিন্ন জায়গায় তারা বড় কারখানা স্থাপনের পরিকল্পনা করেছে। কম উৎপাদন খরচ এবং বিশাল জনসংখ্যাকে সামনে রেখে ভারতকে একটি বড় বাজার ও উৎপাদন কেন্দ্র হিসেবে গড়তে চাইছে অ্যাপল।কিন্তু ট্রাম্পের হুমকির ফলে ভারতে উৎপাদিত প্রতিটি আইফোনে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক যোগ হলে, সেই ফোনের দাম আমেরিকায় আরও বেশি হয়ে দাঁড়াবে। যেমন, যদি একট আইফোনের দাম হয় ১০০ টাকা, তাহলে আমদানি শুল্কে তা দাঁড়াবে ১২৫ টাকা।এই পদক্ষেপ অ্যাপলকে বাধ্য করতে পারে ভারতে উৎপাদন বন্ধ করে শুধুমাত্র আমেরিকায় উৎপাদন চালু রাখতে। যদিও অ্যাপল জানিয়েছে, তারা ভারতে বিনিয়োগের সিদ্ধান্তে অনড়।এর আগেও ট্রাম্প সরাসরি টিম কুককে হুমকি দিয়েছিলেন, যাতে ভারতে কোনও আইফোন কারখানা না গড়ে ওঠে। তবে এইসব হুমকিকে পাশ কাটিয়ে অ্যাপল ভারতে উৎপাদন চালিয়ে যাওয়ার পরিকল্পনায় অটল রয়েছে।বিশেষজ্ঞরা মনে করছেন, ট্রাম্পের এই শুল্ক নীতি কার্যত ‘ব্ল্যাকমেলিং’। এর মাধ্যমে বিদেশি কোম্পানিগুলিকে মার্কিন যুক্তরাষ্ট্রে বিনিয়োগে বাধ্য করা হচ্ছে। অথচ, অতীতে চিনের ওপর ১৩০ শতাংশ শুল্ক চাপিয়ে সেই সিদ্ধান্তের খেসারত দিয়েছেন ট্রাম্প নিজেই।এদিকে, যুদ্ধবিরতির ইস্যুতে ভারত ও পাকিস্তানকে এক সারিতে বসিয়ে আগে থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন ট্রাম্প। এখন এই শুল্ক হুমকির ফলে ভারতীয়দের মধ্যে তাঁর জনপ্রিয়তা আরও কমতে পারে বলেই মনে করা হচ্ছে।উপসংহার:ট্রাম্পের এই নতুন শুল্ক হুমকি অ্যাপলের সিদ্ধান্তে কতটা প্রভাব ফেলবে, সেটাই এখন দেখার বিষয়। তবে ভারতের মতো বৃহৎ বাজারে উৎপাদন কমালে অ্যাপলেরই ক্ষতি—এমনটাই মত প্রযুক্তি মহলের।
Post Comment