*বাংলাদেশ নিয়ে মোদীর কাঁধে বড় দায়িত্ব ট্রাম্পের*
নিজস্ব প্রতিনিধি : প্রিয়াংকা বনিক : ১৯ ফেব্রুয়ারিসরাসরি ইউনূস সরকারকে হুঁশিয়ারি শেখ হাসিনার।বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে নেওয়া হবে প্রতিশোধ! সম্প্রতি ভার্চুয়ালের মাধ্যমে বাংলাদেশে সাম্প্রতিক ‘হিংসাত্মক আন্দোলনে’ নিহত পুলিশ বাহিনীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন মুজিবকন্যা। সেখান থেকেই তাঁর হুঁশিয়ারি, ‘আমি দেশে ফিরব, আমাদের শহিদদের প্রতিশোধ নেব’। ভারতে বসে এহেন হুঁশিয়ারির পরেই রাতের ঘুম উবে গিয়েছে বাংলাদেশের অন্তবর্তী সরকারের। পাল্টা বার্তা দিয়েছেন ইউনূসও। যা নিয়ে নতুন করে শেখ হাসিনা-=ইউনূস দৈরথ চরমে।ইউনূস সরকার যারা দিন রাত খেটে মানুষকে রক্ষা করে তাঁদেরকে হত্যা করেছে বলে দাবি হাসিনা। তাঁর কথায়, উনি রাষ্ট্র চালাতে ব্যর্থ। কোনও অভিজ্ঞতাই নেই। দেশে ফিরে শহিদদের প্রতিশোধ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি মুজিবকন্যার।নিহত পুলিশ জওয়ানের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময় হাসিনা বলেন, পুলিশ বাহিনীর সদস্যদের নৃশংস ভাবে হত্যা করা হয়েছে। পুলিশকে থানায় আটকে রেখে হামলা হয়েছে। লুঠ করা হয়েছে। এমনকী বাংলাদেশের মহিলা পুলিশে কর্মরত যে সমস্ত অন্ত:সত্তা কনস্টেবল রয়েছেন তাদেরকেও ঘাতকরা ছাড়া হয়নি।এই প্রসঙ্গে শফিকুল আলম জানান, কিছুদিন আগে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশন একটি রিপোর্ট প্রকাশ্যে এনেছে, যেখানে স্পষ্ট শেখ হাসিনা কী ধরনের অপরাধ করেছেন তা বলা হয়েছে। এমনকি মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করা হয়েছে। এটা বড় ধরনের অপরাধ। অন্যদিকে বাংলাদেশের নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়েও বার্তা দিয়েছেন ইউনূসের প্রেস সেক্রেটারি।হাসিনার এহেন হুঁশিয়ারির পরেও কার্যত ঘুম বাংলাদেশের অপ্নতবর্তী সরকারের। তাদের দাবি, যেভাবেই হোক ভারত থেকে হাসিনাকে বাংলাদেশে ফেরানোটাই ইউনূস সরকারের প্রধান লক্ষ্য। বন্দি হিসাবে বিচারের মুখোমুখি করাতে সবরকম ভাবে চেষ্টা চালানো হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনূসের প্রেস সেক্রেটারি (Mr Yunus’ press secretary) সফিকুল আলম!
Post Comment