
ত্রিপুরার খোয়াই জেলার তুলাশিখর এলাকায় ফের ঘটল হৃদয়বিদারক ঘটনা। অভিযোগ, রাজ্যের গর্ব বলে পরিচিত ত্রিপুরা স্টেট রাইফেলসের (TSR) এক অফিসার নিজের এক বছরের কন্যা সন্তানকে বিষ খাইয়ে হত্যা করেছেন—শুধুমাত্র সে মেয়ে হয়ে জন্ম নেওয়ার অপরাধে।
মৃত শিশুটির মা জানান, তাঁর স্বামী রথীন্দ্র দেববর্মা, TSR দশম ব্যাটালিয়নের জওয়ান এবং বর্তমানে খুমুলুঙ এডিসি সদর দপ্তরে কর্মরত, দীর্ঘদিন ধরেই ছেলে সন্তান না হওয়ার কারণে তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। ঘটনার দিন রাতে তিনি ঘুমিয়ে থাকাকালীন রথীন্দ্র শিশুটিকে নিয়ে চলে যান। পরে খবর আসে যে শিশুটি জিবি হাসপাতালের মর্গে আছে।
শিশুটির মা দাবি করেন, তাঁর স্বামী ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে কন্যাকে খাইয়ে দেন, ফলে শিশুটি ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। তবে কে শিশুটিকে হাসপাতালে নিয়ে গেল, কোন চিকিৎসক দেখলেন—সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য মেলেনি।
এ ঘটনায় স্থানীয় মানুষদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। শনিবার জিবি হাসপাতাল চত্বরে উপস্থিত জনতা অভিযুক্ত TSR অফিসারকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে কঠোর নিরাপত্তার মধ্যে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এই নির্মম ঘটনার খবর সামাজিক মহলেও চরম নিন্দার ঝড় তুলেছে, আর কন্যা শিশুর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উত্থাপন করেছে।