
ত্রিপুরায় রেল বিপ্লব: ইলেকট্রিক ট্রেন প্রকল্প ও অমৃত ভারত স্টেশন আধুনিকীকরণে বদলাবে ভ্রমণ অভিজ্ঞতা
ত্রিপুরায় রেল অবকাঠামোতে আসছে যুগান্তকারী পরিবর্তন। একদিকে উদয়পুর পর্যন্ত ইলেকট্রিক ট্রেন পরিষেবা চালুর কাজ দ্রুত এগোচ্ছে, অন্যদিকে ধর্মনগর, কুমারঘাট, আগরতলা ও উদয়পুর—এই চারটি গুরুত্বপূর্ণ স্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে।
ধর্মনগর, কুমারঘাট, আগরতলা ও উদয়পুরে আধুনিকীকরণের ছোঁয়া
ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হতে চলেছে। রাজ্যের গুরুত্বপূর্ণ চারটি রেল স্টেশন—ধর্মনগর, কুমারঘাট, আগরতলা এবং উদয়পুর—কে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় আনা হয়েছে। সম্প্রতি সাংসদ বিপ্লব কুমার দেবের উত্থাপিত এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংসদে এই তথ্য জানান।
সংসদীয় জবাবের পর সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব লেখেন,
“আমার উত্থাপিত এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় রেলমন্ত্রী জানিয়েছেন, ধর্মনগর, কুমারঘাট, আগরতলা এবং উদয়পুর এই চারটি স্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। যাত্রীদের স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা এবং পরিষেবার মান উন্নয়নের লক্ষ্যেই এই প্রকল্পে বিনিয়োগ করা হচ্ছে।”
তিনি আরও উল্লেখ করেন, পূর্বতন সরকারের তুলনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বর্তমান কেন্দ্রীয় সরকার রেল অবকাঠামোর উন্নয়নে প্রায় ৬.৫ গুণ বেশি গুরুত্ব দিয়েছে।
প্রকল্পের অধীনে প্রতিটি স্টেশনেই আলাদা আলাদা উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
রাজ্যের রাজধানীর অন্যতম ব্যস্ততম স্টেশন আগরতলায় ইতিমধ্যেই লিফ্টের কাজ সম্পন্ন হয়েছে। যাত্রীদের যাতায়াত সহজ করতে ১২ মিটার লম্বা ফুট ওভার ব্রিজ এবং নতুন স্টেশন বিল্ডিং নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। আধুনিক টার্মিনাল সুবিধার আদলে এই স্টেশন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
উত্তর ত্রিপুরার অন্যতম প্রধান রেলস্টেশন ধর্মনগরে প্ল্যাটফর্ম শেল্টার, এপ্রোচ রোড এবং বাউন্ডারী ওয়ালের কাজ শেষ হয়েছে। এখন সার্কুলেটিং এরিয়া সংস্কার, ১২ মিটার লম্বা ফুট ওভার ব্রিজ নির্মাণ এবং নতুন এসকেলেটর বসানোর কাজ শুরু হয়েছে।
কুমারঘাটে যাত্রীদের জন্য নতুন ওয়েটিং হল তৈরি হবে। পাশাপাশি সার্কুলেটিং এরিয়ার উন্নয়ন, এপ্রোচ রোড, প্ল্যাটফর্ম শেল্টার এবং ১২ মিটার ফুট ওভার ব্রিজ নির্মাণের কাজও হাতে নেওয়া হয়েছে। এর ফলে উত্তর-পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ এই রেলস্টেশনের আধুনিক চেহারা ফুটে উঠবে।
ধর্মনগর ও কুমারঘাটের পাশাপাশি উদয়পুর স্টেশনেও বড় ধরনের পরিবর্তন আসছে। এখানে নতুন ওয়েটিং হল ও টয়লেট নির্মাণ ছাড়াও ১২ মিটার ফুট ওভার ব্রিজ তৈরি হচ্ছে। পর্যটকদের ভিড় মাথায় রেখে এই স্টেশনের মানোন্নয়নে জোর দেওয়া হয়েছে।
অমৃত ভারত স্টেশন প্রকল্প হল রেল মন্ত্রকের একটি দীর্ঘমেয়াদি আধুনিকীকরণ পরিকল্পনা। এর আওতায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশনগুলোকে আধুনিক সুযোগ-সুবিধা, নিরাপত্তা এবং নান্দনিকতায় সমৃদ্ধ করা হচ্ছে। যাত্রীদের জন্য উন্নতমানের ওয়েটিং হল, এস্কেলেটর, লিফ্ট, পরিচ্ছন্ন টয়লেট, সার্কুলেটিং এরিয়া এবং ফুট ওভার ব্রিজ তৈরি হচ্ছে। একইসাথে স্মার্ট সিটি কনসেপ্ট মাথায় রেখে স্টেশনগুলোর নকশা তৈরি করা হচ্ছে।
ত্রিপুরার ভৌগোলিক অবস্থান এবং সীমান্তবর্তী রাজ্য হিসেবে এর কৌশলগত গুরুত্ব অনেক। রেল যোগাযোগের উন্নতি রাজ্যের ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং সাধারণ যাত্রী পরিষেবায় বড় ধরনের পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে এই চারটি স্টেশনের আধুনিকীকরণ শুধু রাজ্যের পরিবহন ক্ষেত্রকেই নয়, বরং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করবে।
কেন্দ্রীয় সরকারের লক্ষ্য, আগামী কয়েক বছরের মধ্যে দেশের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ স্টেশনকে এই প্রকল্পের আওতায় আনা। ত্রিপুরার ক্ষেত্রেও ভবিষ্যতে আরও কয়েকটি স্টেশন এই তালিকায় যুক্ত হতে পারে বলে সূত্রের খবর।