×

পুজোর বাজারে নো পার্কিং এরিয়া তে পার্কিং এর ফলে ফাইন দিতে হলো যানবাহন চালকদের*

পুজোর বাজারে নো পার্কিং এরিয়া তে পার্কিং এর ফলে ফাইন দিতে হলো যানবাহন চালকদের*

নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা : প্রিয়াংকা বনিক : ২৬ সেপ্টেম্বর

পুজোর মরসুমে রাজধানীতে ক্রেতা বিক্রেতাদের ব্যস্ততা তুঙ্গে। শহরের বিভিন্ন শপিং মল থেকে শুরু করে ছোট বড় কাপড়ের দোকান সব জায়গায় এখন ক্রেতার ভিড়। আর এই ভিড়ের মাঝেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ পথ চলতি মানুষদের। কেননা, যখন খুশি তখন রাস্তায় বাইক রেখে চলে যাচ্ছে ক্রেতারা। পার্কিং এর ব্যাবস্থা থাকা সত্ত্বেও নো পার্কিং এরিয়া তে বাইক বা ছোট যানবাহন গুলো পার্ক করার ফলে রাস্তায় অন্যান্য যানবাহন চলাচল করতে পারছে না।

গত বেশ কিছুদিন ধরে এই একই চিত্র পরিলক্ষিত হচ্ছিল শহরে। পোস্ট অফিস চৌমুহনী স্থিত স্মার্ট বাজারের সামনেও একই চিত্র ধরা পড়লো। স্মার্ট বাজারের সামনে নো পার্কিং এরিয়া তে থাকা যানবাহন গুলোতে ত্রিপুরা ট্রাফিক পুলিশের তৎপরতায় ফাইন কাটার পাশাপাশি কিছু যানবাহন তুলে নিয়ে যায় প্রশাসন। এক কথায় বলতে গেলে স্বাভাবিক চলাফেরা এর ফলে মসৃণ হয়। তবে পুজোর সময় যানবাহন চালকদের এই ধরণের কাজে সত্যিই সমস্যার সৃষ্টি করে।

Post Comment