×

ত্রিপুরার পর্যটন শিল্পে নতুন দিগন্ত, নারিকেলকুঞ্জে শুরু হলো মনসুন ম্যাঙ্গো ফেস্টা ২০২৫

ত্রিপুরার পর্যটন শিল্পে নতুন দিগন্ত, নারিকেলকুঞ্জে শুরু হলো মনসুন ম্যাঙ্গো ফেস্টা ২০২৫

গন্ডাছড়া, ২৮ জুন:
ত্রিপুরার পর্যটন শিল্প দ্রুতগতিতে এগিয়ে চলেছে এবং এই অগ্রগতিতে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর মধ্যে বিশেষ স্থান করে নিয়েছে ত্রিপুরা। রাজ্যের পর্যটন উন্নয়নে নারিকেলকুঞ্জ একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। আজ এখানে শুরু হয়েছে দু’দিনব্যাপী মনসুন ম্যাঙ্গো ফেস্টা ২০২৫। এই উৎসবের উদ্বোধন করেন রাজ্যের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী

পর্যটন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী জানান, নারিকেলকুঞ্জ এলাকায় বর্তমানে ১৮৪টি পরিবার প্রায় ২৮৭ হেক্টর জমিতে আমচাষ করে আর্থিকভাবে স্বনির্ভর হয়েছে। এই অঞ্চলে দেশীয় ও ১৪টি বিদেশি জাতের আম চাষ করা হচ্ছে, যা পর্যটনের পাশাপাশি কৃষি-ভিত্তিক অর্থনীতির বিকাশেও সহায়ক।

মন্ত্রী আরও জানান, ভবিষ্যতে নারিকেলকুঞ্জে আমবাগান বিস্তারে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর একাধিক পরিকল্পনা গ্রহণ করবে। এ ছাড়াও তিনি উল্লেখ করেন, গতবছর আয়োজিত ট্যুরিজম প্রোমো ফেস্ট-এর পর রাজ্যে দেশ-বিদেশের পর্যটকের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যার ফলে পর্যটনকে ঘিরে রাজ্যে আয়ের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।

পর্যটনকে উৎসাহ দিতে নারিকেলকুঞ্জ এলাকায় ইতোমধ্যেই ৫০টি হোমস্টে চালু করা হয়েছে, যা স্থানীয়দের কর্মসংস্থানের পথও খুলে দিচ্ছে।

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

  • বিধায়ক নন্দিতা রিয়াং
  • পর্যটন দপ্তরের সচিব ইউ. কে. চাকমা
  • ধলাই জিলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস
  • এম.ডি.সি. ভূমিকানন্দ রিয়াং
  • টিটিএএডিসি-র কার্যনির্বাহী সদস্য রাজেশ ত্রিপুরা
  • ধলাই জেলার জেলাশাসক সাজু বাহিদ এ
  • পর্যটন অধিকর্তা প্রশান্ত বাদল নেগি
  • গন্ডাছড়ার মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং প্রমুখ।

উৎসবকে কেন্দ্র করে স্থানীয় আমচাষিরা বিভিন্ন জাতের আম নিয়ে স্টল খোলেন। মন্ত্রী ও অন্যান্য অতিথিবৃন্দ স্টলগুলি পরিদর্শন করে আমচাষিদের সঙ্গে মতবিনিময় করেন।

ত্রিপুরার এই অনন্য ম্যাঙ্গো ফেস্টা শুধু কৃষিকেই নয়, পর্যটনকেও এক নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছে।


Post Comment

You May Have Missed