
ত্রিপুরা জুড়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আগামী ২ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত পালিত হবে ‘হর ঘর তিরঙ্গা’ উদ্যোগ। রাজ্যের প্রতিটি গৃহে ত্রিবর্ণ পতাকা উত্তোলনের মাধ্যমে দেশপ্রেম ও রাষ্ট্রীয় চেতনাকে আরও দৃঢ় করার লক্ষ্যে সবাইকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।
মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় ২০২২ সাল থেকে প্রতিবছর আয়োজন করা হচ্ছে এই কর্মসূচি, যা সারা দেশে দেশপ্রেমের আবেগকে জাগ্রত করছে। এবছরও রাজ্য সরকার নানা আয়োজনে কর্মসূচি উদযাপনের প্রস্তুতি নিয়েছে।
তিনি আরও বলেন, “এই মহৎ উদ্যোগ সফল করতে রাজ্যের প্রতিটি নাগরিকের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। সকলের অংশগ্রহণই একে প্রকৃত অর্থে সার্থক করে তুলবে।