ত্রিপুরায় আলোড়ন ! দুর্গা পূজা স্ট্রিট ফটোগ্রাফিতে সেরা কে?
ত্রিপুরার শিল্পপ্রেমীদের জন্য এক উজ্জ্বল সাপ্তাহিক অধ্যায় হয়ে রইল “দুর্গা পূজা স্ট্রিট ফটোগ্রাফি প্রতিযোগিতা ২০২৫”। ‘View of Tripura’-এর আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত চলেছিল। উৎসব শেষে ১২ অক্টোবর আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মহোৎসবের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে।
ত্রিপুরার রাস্তাঘাট, আলোকসজ্জা ও মানুষের আনন্দঘন মুহূর্তগুলোকে লেন্সে ধারণ করাই ছিল এই প্রতিযোগিতার মূল লক্ষ্য। মোট ১৬ জন আলোকচিত্রী তাঁদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে দুর্গা পূজার উৎসবমুখর রূপ ফুটিয়ে তোলেন।
বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট আলোকচিত্রী রত্নদ্বীপ সাহা ও রাজীব দেবনাথ। তাঁদের রায় অনুযায়ী, সেরা তিন বিজয়ী হলেন —
প্রথম পুরস্কার: সৌমাল্য সেনগুপ্ত
দ্বিতীয় পুরস্কার:অনির্বাণ কর
তৃতীয় পুরস্কার: সায়ন্তন ভট্টাচার্য
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুধু বিজয়ীদের নয়, সকল অংশগ্রহণকারীর সৃজনশীলতাকে সম্মান জানানো হয়। আয়োজক সংস্থা View of Tripura জানিয়েছে, “এই প্রতিযোগিতা শুধুমাত্র আলোকচিত্র নয়, বরং ত্রিপুরার উৎসব ও ঐতিহ্যের জীবন্ত গল্পগুলোকে সংরক্ষণ করার এক প্রচেষ্টা।”
অনুষ্ঠানের স্পনসর ছিল Vision Art ডিজাইন পার্টনার Skapify এবং মিডিয়া পার্টনার হিসেবে দায়িত্ব পালন করে Tripura News— যাদের সক্রিয় সহযোগিতায় এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।
এই উদ্যোগ প্রমাণ করে দিয়েছে যে ত্রিপুরার আলোকচিত্রপ্রেমী সমাজ ক্রমেই বিকশিত হচ্ছে, এবং তারা তাদের ক্যামেরার মাধ্যমে রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্যের গল্পগুলোকে নতুনভাবে পৃথিবীর সামনে তুলে ধরতে অঙ্গীকারবদ্ধ।