
স্বাধীনতার মাস আগস্ট এলেই যেন বাতাসে ভেসে বেড়ায় দেশপ্রেমের গন্ধ। ১৫ আগস্টকে সামনে রেখে দেশের প্রতিটি কোণে শুরু হয় পতাকা উত্তোলনের প্রস্তুতি। ত্রিপুরার রাজধানী আগরতলাও এখন সেই রঙে রঙিন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া ‘হর ঘর তিরঙ্গা’ আহ্বানকে সামনে রেখে এ বছরও বিজেপি রাজ্য নেতৃত্ব হাতে নিয়েছে বাড়ি-বাড়ি জাতীয় পতাকা বিতরণের কর্মসূচি। সোমবার ৬ আগরতলার ১১ নম্বর ওয়ার্ডে ছিল সেই উদ্যোগের প্রথম দিন। কর্পোরেটর হীরালাল দেবনাথ ও বিজেপির প্রদেশ সহ-সভানেত্রী পাপিয়া দত্তের নেতৃত্বে কর্মীরা ঘরে ঘরে গিয়ে মানুষের হাতে তুলে দেন তেরঙ্গা।
পতাকা গ্রহণ করতে আসা এক প্রবীণ নাগরিক বললেন, “পতাকা শুধু কাপড় নয়, এটা আমাদের স্বাধীনতার প্রতীক। এই উদ্যোগে আমাদের গর্ব আরও বেড়ে গেল।”
পাপিয়া দত্ত সাংবাদিকদের বলেন, “২০২২ সালে মাননীয় প্রধানমন্ত্রী এই কর্মসূচি শুরু করেছিলেন। এর উদ্দেশ্য ছিল দেশপ্রেম জাগানো এবং জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা। এ বছর ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের পর এই কর্মসূচির তাৎপর্য আরও বেড়েছে।”
দলীয় সূত্রে জানা গেছে, ৬ আগরতলার পাশাপাশি অন্যান্য ওয়ার্ডেও এই পতাকা বিতরণ চলবে আগামীকাল পর্যন্ত। লক্ষ্য—১৫ আগস্টে প্রতিটি বাড়িতে যেন গর্বের সঙ্গে উড়তে থাকে তেরঙ্গা।
রাস্তা, বাজার, পাড়া—সব জায়গাতেই এখন দেশপ্রেমের আবহ। শিশুদের হাতে ছোট পতাকা, দোকানের সামনে তেরঙ্গা সাজানো, আর মানুষজনের মুখে স্বাধীনতার গান—সব মিলিয়ে আগরতলা তৈরি হচ্ছে স্বাধীনতার মহোৎসবের জন্য।