তিন মাসের বিবাহিত জীবন, রহস্যজনক মৃত্যু — স্বামী-শ্বশুরবাড়ির বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ
অভিযোগ মাত্র তিন মাস আগে ভালোবেসে বিয়ে করেছিলেন স্নেহা ধর এবং বান্টি ঘোষ। কিন্তু সেই প্রেম ও বিয়ের পরিণতি ঘটল মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে।বিয়ের আগে থেকেই স্নেহা ও বান্টির মধ্যে ছিল গভীর সম্পর্ক। মেয়ের বাড়ির লোকজন বিষয়টি জানতে পেরে সম্মতির সাথে সামাজিকভাবে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। তবে, অভিযোগ অনুযায়ী, তখন ছেলের বাড়ির পক্ষ থেকে যৌতুক হিসেবে নগদ টাকা এবং একটি বাইকের দাবি করা হয়। এই দাবি শুনে বিয়ে থেকে পিছু হটেন স্নেহা এবং সম্পর্ক ছিন্ন করেন বান্টির সাথে।তবে এখানেই থেমে যায়নি ঘটনা। স্নেহার পরিবার জানিয়েছে, একদিন রাস্তায় ছেলের মা হুমকি দেন, স্নেহা যদি বান্টিকে বিয়ে না করে, তবে বান্টি আত্মহত্যা করতে পারে, যার দায় নেবেন স্নেহা। এই হুমকিতে ভয় পেয়ে স্নেহা একদিন জেরক্সের দোকানে গেলে বান্টি তাকে জোর করে তুলে নিয়ে যায় এবং পালিয়ে বিয়ে করে।এরপর শুরু হয় তাদের বৈবাহিক জীবন, কিন্তু সেই জীবন বেশিদিন স্থায়ী হয়নি। গতকাল রাতে স্নেহার বাপের বাড়ির লোকজন খবর পান যে, স্নেহা আত্মহত্যা করেছে। এই খবর মানতে পারছেন না স্নেহার পরিবার। তাদের দাবি, বিয়ের মাত্র তিন মাসের মধ্যেই মেয়ে এমন সিদ্ধান্ত নিতে পারে না। তারা সন্দেহ করছেন, স্নেহাকে পরিকল্পনা করে মেরে ফেলা হয়েছে এবং এর পেছনে আছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা।ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় এবং মৃতদেহ উদ্ধার করে পাঠানো হয় জিবি হাসপাতালে ময়নাতদন্তের জন্য।বর্তমানে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। স্নেহার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।এখন প্রশ্ন উঠছে—এই মৃত্যু কি শুধুই আত্মহত্যা, নাকি এর পেছনে লুকিয়ে আছে একটি গভীর ষড়যন্ত্র?
Post Comment