মহাকুম্ভে নৌকা চালিয়ে আয় ৩০ কোটি*
*নিজস্ব প্রতিনিধি : ভারত : প্রিয়াংকা বনিক : ৬ মার্চমহাকুম্ভ সমাপ্ত হওয়ার পর, একজন নৌকা চালক সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন। ৪৫ দিনে ৩০ কোটি টাকার বিশাল আয় করেছেন। স্বয়ং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজেই জানিয়েছেন, এই নৌকা চালকের কাছে ১৩০টি নৌকা ছিল এবং তিনি প্রতিদিন গড়ে ২৩ লাখ টাকা উপার্জন করেছেন।যোগী আদিত্যনাথ যে নৌকা চালক পরিবারের গল্প শুনিয়েছেন, তাদের সঞ্চয়ের অঙ্ক ৩০ কোটি টাকা। এর মানে, এই পরিবারের মোট আয় আরও বেশি হবে, কারণ সঞ্চয়ের আগে নৌকা চালানোর খরচ, মাঝিদের বেতন ও নৌকার মেন্টেনেন্স খরচও বাদ দিতে হয়েছে। সব খরচ বাদ দিয়ে এই ৩০ কোটি টাকার সঞ্চয় হয়েছে।এমন পরিস্থিতিতে যদি এই আয়ের উপর ট্যাক্সের হিসাব করা হয়, তাহলে নতুন ও পুরোনো উভয় ট্যাক্স রেজিম অনুযায়ী ৩০ শতাংশের বেশি কর বসবে, কারণ এই আয় কর স্ল্যাব অনুযায়ী সর্বোচ্চ ক্যাটাগরিতে পড়ে। শুধু তাই নয়, এই পরিবারের আয়ের উপর যে ইনকাম ট্যাক্স বসবে, তার উপর ৪% হারে সেস (পুরোনো রেজিমে) ও দিতে হবে। অর্থাৎ, এই পরিবার এখন ইনকাম ট্যাক্সের আওতায় আসবে।এই বিপুল আয়ের পর পিন্টু মহারাকে কতটা কর দিতে হবে? এই আয়, কোনো বড় কোম্পানির সিইও-র বার্ষিক বেতনের তুলনায় বহু গুণ বেশি।১৫ লাখের বেশি আয় হলে তা ৩০% কর স্ল্যাবে পড়ে। আয়কর দফতরের ওয়েবসাইটে থাকা ইনকাম ট্যাক্স ক্যালকুলেটর অনুযায়ী, পিন্টু মহারার ৩০ কোটি টাকার আয়ের উপর মোট করের পরিমাণ দাঁড়াবে প্রায় ১২,৭৯,৬৪,৮৫০ টাকা অর্থাৎ প্রায় ১২ কোটি ৮০ লাখ টাকা। আয়করের মোট পরিমাণ ৮,৯৮,১২,৫০০ টাকা, সারচার্জ ৩,৩২,৩০,৬২৫ টাকা এবং স্বাস্থ্য ও শিক্ষা উপকর ৪৯,২১,৭২৫ টাকা। সব মিলিয়ে মোট করের পরিমাণ দাঁড়ায় প্রায় ১২ কোটি ৮০ লাখ টাকা।তবে, করযোগ্য আয় হিসাব করতে মোট আয় থেকে সমস্ত খরচ বাদ দেওয়া হয়। সেই হিসেবে যদি পিন্টু মহারা খরচ বাদ দিয়ে নিজের করযোগ্য আয় ২০ কোটি টাকা দেখান, তাহলে তার করের দায় দাঁড়াবে প্রায় ৮ কোটি ৫২ লাখ ২০ হাজার ৮৫০ টাকা।পিন্টু মহারা কীভাবে করলেন ৩০ কোটি আয়?প্রয়াগরাজের নৌকা চালক পিন্টু মহারা মহাকুম্ভের জন্য ৭০টি নতুন নৌকা তৈরি করেছিলেন। এর জন্য তিনি ব্যাংক থেকে ঋণ নেন এবং নিজের গয়না পর্যন্ত বন্ধক রাখেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, মহাকুম্ভে পিন্টু মহারার কাছে মোট ১৩০টি নৌকা ছিল এবং তিনি এই বিরাট ধর্মীয় অনুষ্ঠানের সময় প্রতিদিন গড়ে ২৩ লাখ টাকা লাভ করেছেন।এই বিশেষ ধর্মীয় উৎসবের জন্য পিন্টুর হাতে ছিল ১৩০টি নৌকা। হিসাব অনুযায়ী, প্রতিটি নৌকা ৪৫ দিনে প্রায় ২৩ লাখ টাকা আয় করেছে, যা প্রতিদিন প্রায় ৫০,০০০ থেকে ৫২,০০০ টাকার কাছাকাছি।
Post Comment