
নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা : প্রিয়াংকা বনিক : ৭ ডিসেম্বর বিশালগড় পৌর পরিষদের সাফাই কর্মীর বাড়িতে চুরের দলের হানা। ২ জোড়া স্বর্ণের কানের,১০ ভরি রুপা, নগদ ২০ হাজার টাকা নিয়ে নিঃস্ব করে দিল চোরের দল সাফাই কর্মী পলাশ মিয়ার পরিবারকে। খবর পেয়ে তদন্তে নামে বিশালগড় থানার পুলিশ। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যা রাতে মধ্য লক্ষীবিল এলাকায় ।জানাযায় বিশালগড় পৌর পরিষদের সাফাই কর্মী পলাশ মিয়ার পুত্রবধূ সোমা বেগম বাড়ির পাশে কোন এক দোকান থেকে জিনিস আনতে যায়। শাশুড়ি জাহানারা বেগম পাশের ঘরে ছিলেন। শাশুড়ি ভেবেছেন পুত্রবধূ ঘরে আছে আর পুত্রবধূ ভেবেছেন শাশুড়ি ঘরের দিকে নজর রাখবে। এই সুযোগে চোরের দল সাফাই কর্মী পলাশ মিয়ার ঘরে ঢুকে সুকেশ আলমারি ভেঙে সমস্ত কিছু চুরি করে নিয়ে যায়। সোমা বেগম এসে ঘর লন্ডভন্ড অবস্থায় দেখতে পেয়ে চিৎকার শুরু করলে পাড়া প্রতিবেশী দ্রুত ছুটে আসে। খবর দেয়া হয় বিশালগড় থানায়। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। উক্ত ঘটনা সাথে জড়িত অভিযুক্তদের আটক করার লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।