×

*অখণ্ড ভারত গঠনের প্রচেষ্টায় ভারত*

*অখণ্ড ভারত গঠনের প্রচেষ্টায় ভারত*

নিজস্ব প্রতিনিধি : ভারত : প্রিয়াংকা বনিক : ৬ ফেব্রুয়ারি১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট উপস্থাপন হয় । এই বাজেটে প্রতিরক্ষা খাতে বড় ধরনের বরাদ্দ করা হয়েছে। ভারতের প্রতিরক্ষা খাতের জন্য ৬.৮১ লাখ কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে।পাকিস্তানি বিশেষজ্ঞরা বলছেন, ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে আরও শক্তিশালী হয়ে উঠছে, যা পাকিস্তানের জন্য বিপজ্জনক।পাকিস্তানের প্রাক্তন সামরিক কর্মকর্তা গুলাম মুস্তফা ভারতের প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেখে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, নয়াদিল্লির বিজেপি সরকার অখণ্ড ভারত গঠনের দিকে এগিয়ে যাচ্ছে। ভারতের এই অখণ্ড ভারত ধারণায় পাকিস্তান ও আফগানিস্তান অন্তর্ভুক্ত হবে, বলেছেন মুস্তফা।গুলাম মুস্তফা প্রশ্ন করেছেন, যদি ভারত অন্য মহাদেশে আক্রমণ না করতে চায়, তাহলে এত বড় নৌবাহিনীর প্রয়োজন কেন? এরপর আরও এক প্রাক্তন সামরিক কর্মকর্তার মন্তব্য, ভারত চায় ভারত মহাসাগর নিয়ন্ত্রণ করতে এবং এরপর নিজেদের সেনা ও বিমান বাহিনী শক্তিশালী করতে।মুস্তফা বলেছেন, ভারত শুধুমাত্র পাকিস্তান ও আফগানিস্তান পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না, বরং সমুদ্র অঞ্চলে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ায় পর্যন্ত বিস্তার করবে। ভারতের নৌবাহিনীর শক্তি অনেক বড়, তার তুলনায় পাকিস্তানি শক্তি অনেক কম। নৌবাহিনীর ক্ষেত্রে ভারত চীনের মতো শক্তিশালী হয়ে উঠেছে। এছাড়া ভারতের শক্তি ক্রমাগত বাড়ছে।

Post Comment

You May Have Missed