গরমে নাভিশ্বাস উত্তর পূর্বাঞ্চল। তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই*
নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা :প্রিয়াংকা বনিক : ২০ সেপ্টেম্বর
গরমে হাঁসফাঁস দশা রাজ্যবাসী। আশ্বিনে তাপপ্রবাহ। এমন কথা আগে কেউ শুনেছে বলে মনে হয়না। আশ্বিন সবসময় শীতের আগমনবার্তা নিয়ে আসে।। দিনের বেলা কড়া রোদ। আর সূর্য ডুবলেই বেশ একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি। জানান দেয় শীত আসছে।কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনা গত কয়েক বছরে এতোটাই বেড়ে গিয়েছে যে শীত কখন আর গরম কখন ঠিক করাই কঠিন।চলতি মাসে উত্তর এবং উত্তর-পূর্বের রাজ্যগুলিতে শীতের আগমন বার্তা চলে আসে। গরম পোশাক-কমল চাদর বেরিয়ে পড়ে। কিন্তু এবার সব কেমন ওলটপালট হয়ে গিয়েছে। হঠাৎ করে আশ্বিন মাসে তাপপ্রবাহ দেখা দিয়েছে। তাও আবার একেবারে উত্তর-পূর্ব সীমান্তের রাজ্যগুলিতে। মণিপুর-ত্রিপুরা, মেঘালয়, অসম থেকে অরুণাচল প্রদেশ। উত্তর-পূর্বের সব রাজ্যেই তাপমাত্রা হু হু করে বেড়ে গিয়েছে।

www.mimipickle.in
আবহাওয়া দফতর রীতিমতো অবাক হয়ে গিয়েছে। এমন পরিস্থিতি উত্তর-পূর্বের রাজ্যগুলিতে আগে কখনও হয়নি। তাহলে এখন কীভাবে হল। গত কয়েকদিন ধরে উত্তরপূর্বের সাত রাজ্যেই তাপমাত্রা অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে।গত কয়েকদিন ধরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর-পূর্বের সাত রাজ্যে। অসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশের পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। এই সময়ে অসমে বৃষ্টি হয়। কিন্তু এবার সেটাও হচ্ছে না। গরমে নাভিশ্বাস দশা তৈরি হয়েছে গোটা রাজ্যের। রোদের তেজে বাড়ি থেকে বোরোনো যাচ্ছে না।
Post Comment