×

চড়িলাম নেতাজী সংঘ এলাকায় দুর্ঘটনায় পা হারালো তহশিলদার*

চড়িলাম নেতাজী সংঘ এলাকায় দুর্ঘটনায় পা হারালো তহশিলদার*

*

নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা : প্রিয়াংকা বনিক : ২ ডিসেম্বর মেলাঘর থেকে অফিস সেরে আগরতলা আনন্দনগর বাড়ি যাওয়ার পথে চড়িলাম নেতাজী সংঘ এলাকায় আগরতলা উদয়পুর সড়কে যান দুর্ঘটনায় পা হারালো তহশিলদার হরিপদ সরকার বয়স ৫১ বাবার নাম স্বর্গীয় অনিল সরকার। অন্যান্য দিনের মতো মঙ্গলবার বিকেলে মেলাঘরের তহশিলদার হরিপদ সরকার ওনার TR01K5846 নাম্বারে বাইক নিয়ে আগরতলা আনন্দনগর নিজ বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে চড়িলাম নেতাজির সংঘ এলাকায় আসতে উনার সামনে থাকা একটি আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথে বাস আচমকাই থেমে যায়। পেছনে থাকা হরিপদ সরকার উনার বাইক নিয়ন্ত্রণ করতে না পেরে সোজা বাস গাড়ির পেছনে স্বজোরে ধাক্কা লাগে এবং রাস্তায় ছিটকে পড়ে যায়। বাসের সাথে বাইকের সংঘর্ষে ঘটনাস্থলে বাইকসহ রাস্তায় ছিটকে পড়ে যায় তহশিলদার। ঘটনাস্থলে হরিপদ সরকারের বাম পা ভেঙ্গে একেবারে চুরমার হয়ে যায়। ঘটনার খবর পেয়ে আহত তহশীলদেরকে বিশালগড় অগ্নি নিয়ে পাবক দপ্তরে কর্মীরা বিশালগড় হাসপাতালে নিয়ে আসে। বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আহত তহশীল দেরকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করে। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা বাস গাড়িটিকে আটক করে।

Post Comment