
নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা :প্রিয়াংকা বনিক :৫ নভেম্বর প্রদেশ কংগ্রেসের নির্দেশে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিশালগড় জেলা কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার সকালে বিশালগড় গোলাঘাটি বাইপাস সংলগ্ন কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে থেকে সংহতি পদযাত্রা অনুষ্ঠিত হয়। এদিনের পদযাত্রায় উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা জয়দ্বীপ রায় বর্মন, জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা, ব্লক কংগ্রেস সভাপতি সহ বিশালগড় বিধানসভার বিভিন্ন এলাকার কংগ্রেস কর্মীরা। এদিনে কংগ্রেসের সংহতি পদযাত্রা কে কেন্দ্র করে বিশালগড় থানা পুলিশ প্রশাসনের উদ্যোগে মোতায়েন করা হয় সিআরপিএফ জোওয়ান টি এস আর বাহিনী।

সংহতি পদযাত্রাটি বিশালগড় বাইপাস থেকে শুরু করে নদীলাক, ধ্বজনগর বাইদ্যারদীঘি পর্যন্ত পরিক্রমা করেন। কংগ্রেসের এই সংহতি পদযাত্রায় কংগ্রেস কর্মীদের উপস্থিতি ছিলো লক্ষণীয়। হঠাৎ করে বিশালগড় বাইপাস সড়ক এলাকায় বন্দেমাতরম স্লোগান শুনতে পেয়ে আতকে উঠে এলাকাবাসী। এ যেন হঠাৎ করে বিশালগড়ে জেগে উঠল কংগ্রেস। কেননা বিশালগড়ে কংগ্রেসের যখনই কোন কর্মসূচি পালন করা হয়েছিল সেদিনই কিছু না কিছু রাজনৈতিক সংঘর্ষ ঘটে । তবে এবারে বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন কংগ্রেসের এই সংহতি পদযাত্রা কে কেন্দ্র করে যেন কোনরকম রাজনৈতিক উশৃংখল পরিস্থিতি তৈরি হতে না পারে সেদিকে লক্ষ্য রেখে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্তের নির্দেশে প্রচুর সিআরপিএস ও টি এস আর জোওয়ান মোতায়েন করেছেন।