×

*সুনীতাদের ফেরাতে রওনা দিল স্পেসএক্সের মহাকাশযান, দীর্ঘ প্রতীক্ষার অবসান*

*সুনীতাদের ফেরাতে রওনা দিল স্পেসএক্সের মহাকাশযান, দীর্ঘ প্রতীক্ষার অবসান*

নিজস্ব প্রতিনিধি: ভারত : প্রিয়াংকা বনিক : ১৫ মার্চ দীর্ঘ নয় মাস মহাকাশে আটকে থাকার পর অবশেষে পৃথিবীতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহকর্মী বুচ উইলমোর। তাঁদের ফিরিয়ে আনতে স্পেসএক্সের ক্রু-১০ মিশন সফলভাবে মহাকাশের উদ্দেশে রওনা দিয়েছে। ভারতীয় সময় অনুযায়ী, শনিবার ভোর ৪টা ৩৩ মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়।এই অভিযানে শুধুমাত্র সুনীতাদের প্রত্যাবর্তনই নয়, নতুন চার মহাকাশচারীকেও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন নাসার দুই মহাকাশচারী অ্যান ম্যাক্লেন এবং নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি তাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ।দীর্ঘ প্রতীক্ষার পর ফিরছেন সুনীতা ও বুচগত বছরের জুন মাসে বোয়িং স্টারলাইনার মহাকাশযানে চেপে আইএসএস-এর উদ্দেশে যাত্রা করেছিলেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। তাঁদের আট দিনের একটি সংক্ষিপ্ত মিশনের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, তাঁদের মহাকাশযানে একাধিক যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, যার ফলে তাঁদের পৃথিবীতে ফিরে আসা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে যায়।নাসা এবং বোয়িং কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, ওই ত্রুটিযুক্ত স্টারলাইনারে তাঁদের ফিরিয়ে আনা হবে না, কারণ সেটি নিরাপদ নয়। ফলে স্টারলাইনারটি খালি অবস্থায় পৃথিবীতে ফেরানো হয় এবং সুনীতা ও বুচকে আরও কিছুদিন মহাকাশে থাকার নির্দেশ দেওয়া হয়। আট দিনের নির্ধারিত মিশন শেষ পর্যন্ত দীর্ঘ হয় প্রায় নয় মাসে।শেষ মুহূর্তের বিলম্ব ও উৎক্ষেপণের সাফল্যএই অভিযানের পরিকল্পনা অনুযায়ী, ক্রু-১০ মহাকাশযানটি বৃহস্পতিবার উৎক্ষেপণ হওয়ার কথা ছিল। কিন্তু উৎক্ষেপণের আগেই মহাকাশযানের হাইড্রলিক সিস্টেমে কিছু সমস্যা ধরা পড়ে, যার কারণে যাত্রা পিছিয়ে দেওয়া হয়। পরে শনিবার নির্ধারিত সময়ে সফলভাবে উৎক্ষেপণ সম্পন্ন হয়।ফ্যালকন ৯ রকেটের মাধ্যমে পাঠানো স্পেসএক্সের ড্রাগন মহাকাশযানটি ক্রু-১০ সদস্যদের নিয়ে আইএসএস-এর উদ্দেশ্যে রওনা হয়েছে। এটি স্টেশনে পৌঁছানোর পর সুনীতা এবং বুচকে নিয়ে পৃথিবীতে ফেরার প্রস্তুতি নেওয়া হবে।আশা, ১৯ মার্চের পর পৃথিবীতে ফেরানাসা ও স্পেসএক্সের দেওয়া তথ্য অনুযায়ী, ক্রু-১০ মহাকাশযানটি কয়েকদিনের মধ্যেই আইএসএস-এ পৌঁছে যাবে। এরপর আইএসএস-এ থাকা সুনীতা এবং বুচের দায়িত্ব নতুন অভিযাত্রীদের হাতে তুলে দিয়ে তাঁদের পৃথিবীতে ফেরার প্রক্রিয়া শুরু হবে। সম্ভাব্য তারিখ হিসেবে ১৯ মার্চের পর তাঁদের ফেরানো হতে পারে।এই দীর্ঘ প্রতীক্ষা শেষে সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরের পৃথিবীতে ফেরার খবরে তাঁদের পরিবার ও সহকর্মীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। দীর্ঘ নয় মাস মহাকাশে কাটানোর পর, অবশেষে তাঁরা ঘরে ফিরতে চলেছেন। এখন সবাই তাকিয়ে আছে ১৯ মার্চের পর তাঁদের প্রত্যাবর্তনের দিকে।

Post Comment

You May Have Missed