ত্রিপুরার বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী পাঠালেন সৌরভ গঙ্গোপাধ্যায়*.
নিজস্ব প্রতিনিধি: ত্রিপুরা: প্রিয়াঙ্কা বনিক: ২৫ সেপ্টেম্বর
ত্রিপুরার বন্যা দুর্গতদের পাশে সৌরভ গঙ্গোপাধ্যায়। রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছেন, ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ রাজ্যের বন্যা দুর্গতদের সাহায্যের জন্য ১০ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন।বুধবার গীতাঞ্জলি গেস্ট হাউজ পরিসর থেকে সবুজ পতাকা নাড়িয়ে ত্রাণ সামগ্রী বোঝাই গাড়িগুলিকে ফ্ল্যাগ অফ করে বিভিন্ন জেলার উদ্দেশ্যে পাঠানো শুরু করেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। সৌরভের পাঠানো ত্রাণ সামগ্রীর মধ্যে জামা-কাপড়, খাবার দাবারের পাশাপাশি ওষুধ ও অন্যান্য সামগ্রী রয়েছে।এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দুই দিন ব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে।
২৭ সেপ্টেম্বর উজ্জয়ন্ত প্রসাদে সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানের উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। এদিন তিনি আরও বলেন, সম্প্রতি বন্যায় রাজ্যের জনগণ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গাঙ্গুলী রাজ্যে বন্যা দুর্গতদের সাহায্যের জন্য ১০ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী সাহায্য হিসেবে দিয়েছেন। আগামীকাল বিভিন্ন জেলার ওই ত্রাণ সামগ্রী বন্যায় দূর্গতদের মধ্যে দেওয়া হবে। ত্রিপুরায় পর্যটনে সৌরভ গাঙ্গুলী ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার পর থেকে পর্যটকে সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবারের ত্রিপুরায় বন্যায় ৩৬ জনের প্রাণহানি হয়েছে। রাজ্য সরকারের দাবি, সব মিলিয়ে বন্যায় ১৫ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন লক্ষ লক্ষ মানুষ। গত তিন দশকে এরকম ভয়াবহ বন্যা দেখেনি ত্রিপুরাবাসী। ছোট রাজ্য ত্রিপুরা। জনসংখ্যা ৪০ লক্ষের মতো। এর মধ্যে প্রায় ১৭ লক্ষ মানুষ কোনও না কোনওভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বন্যায়। গৃহহীন হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।ত্রিপুরার এ হেন বিপদের দিনে পাশে দাঁড়ালেন সৌরভ। গত বছর ত্রিপুরার পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন প্রাক্তন ভারত অধিনায়ক। রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্রের প্রচারের জন্য বিজ্ঞাপনের কাজও করেছেন তিনি।
Post Comment