×

দশমীর রাতে দূর্ঘটনায় প্রাণ হারালেন ত্রিপুরা পুলিশের এসআই ডেভিড ডার্লং।*

দশমীর রাতে দূর্ঘটনায় প্রাণ হারালেন ত্রিপুরা পুলিশের এসআই ডেভিড ডার্লং।*

নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা :প্রিয়াংকা বনিক : ১৩ অক্টোবর

যান দুর্ঘটনায় প্রাণ হারালেন ত্রিপুরা পুলিশের এসআই ডেভিড ডার্লং। তিনি ভাঙমুন থানায় কর্মরত। শনিবার রাতে নিজস্ব গাড়ি নিয়েই তিনি দামছড়া থেকে ভাঙমুন যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় দেরশো ফুট খাদে পড়ে যায় ৷ পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন

Post Comment