বিলোনিয়াতে ধর্ম সন্মেলন অনুষ্ঠিত হয় সনাতনী ভক্তবৃন্দদের উদ্যোগে।*
নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা : প্রিয়াংকা বনিক : ৬ নভেম্বর আজ ধর্ম সন্মেলন অনুষ্ঠিত হয় বিলোনিয়া কলেজ স্কোয়ারের সিদ্ধেশ্বরী কালীবাড়ির নাট মন্দির প্রাঙ্গণে । ধর্ম সন্মেলন শুরুর আগে বিলোনিয়া বনকর নদীর উত্তর পাড় থেকে বুধবার বিকেল চারটা নাগাদ নগর সংকীর্তন শোভাযাত্রা সংগঠিত হয় হিন্দু সনাতনীদের নিয়ে। নিখিল ভারত শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের বর্তমান আচার্য্যদেব ত্রিদন্ডী স্বামী, শ্রী মদ্ভক্তিবিচার বিষ্ণুপুর গোস্বামী মহারাজ শোভাযাত্রায় অংশ নেন। এছাড়া শ্রীধাম নবদ্বীপ মায়াপুর, জগন্নাথপুরী ও বৃন্দাবন থেকে আগত সাধুসন্ত মহাত্মাগন এই শোভাযাত্রায় অংশ নেন। বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করার পর কলেজ স্কোয়ারের সিদ্ধেশ্বরী কালিবাড়ির সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে আয়োজিত ধর্ম সন্মেলনে যোগদেন শোভাযাত্রায় অংশ গ্ৰহনকারীরা । এরপরই শুরু হয় আয়োজিত ধর্ম সন্মেলনে শুরু হয় ধর্ম কথা। সনাতনী সমাজকে সার্বিক একতা প্রেম ও সৌভ্রাতৃত্বকে আরো ঢৃড় করতে এবং বিশ্ববাসী মঙ্গল কামনার্থে এ ধর্ম সম্মেলন আয়োজন করেছে বিলোনিয়া সনাতনী ভক্ত মন্ডলীরা
Post Comment