×

বন্যা বিধ্বস্ত সাব্রুমে রেশন শপ গুলিতে মিলছে না নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী,বিপাকে গ্রাহকরা!*

বন্যা বিধ্বস্ত সাব্রুমে রেশন শপ গুলিতে মিলছে না নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী,বিপাকে গ্রাহকরা!*

নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা :প্রিয়াংকা বনিক : ১০ নভেম্বর নভেম্বর মাসের আজ ১০ তারিখ হয়ে গেলেও সাব্রুমের রেশন শপ গুলি থেকে গ্রাহকদের এক প্রকার খালি হাতেই ফিরতে হচ্ছে মিলছে না রেশন সামগ্রী। ন্যায্য মূল্যের রেশন দোকানগুলিতে শুধু বন্যার জন্য বরাদ্দ কার্ড পিছু যে ১০ কেজি করে ফ্রি চাল দেওয়ার ঘোষণা হয়েছিল সেটাই মিলছে। গত মাসের বরাদ্দ মুসুরির ডাল এখন পর্যন্ত গ্রাহকরা পাননি আর এ মাসের বরাদ্দ মুসুরির ডাল তো দূর অস্ত। তাই বাধ্য হয়েই গ্রাহকরা রেশন শপ থেকে থেকে একপ্রকার খালি হাতেই বাড়ি ফিরছেন।এমনিতেই সম্প্রতি বন্যায় মহকুমার জনগণ ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হ‌ওয়ায় বর্তমানে খুবই সংকটের মধ্য দিয়ে দিন যাপন করছেন। এরকম অবস্থায় ১০ তারিখ পেরিয়ে গেলেও রেশন শপ গুলিতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য গুলি না পেয়ে বিপাকে পড়েছেন গ্রাহকরা। একদিকে রাজ্য সরকার ও সংশ্লিষ্ট দপ্তর দ্রুত মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু অন্যদিকে দপ্তরেরই একশ্রেণীর আধিকারিকদের অকর্মণ্যতায় সরকারের প্রচেষ্টায় প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে। কেননা খোদ সাব্রুম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রেশন শপ গুলিতেই মাসের ১০ তারিখ পেরিয়ে গেলেও প্রতি রেশন কার্ড পিছু বরাদ্দ ফ্রী ১০ কেজি চাল ছাড়া আর কিছুই মিলছে না তাহলে বাকি দুর্গম পাহাড়ি অঞ্চল গুলির কি অবস্থা?

Post Comment