×

সিপাহীজলায় রয়্যাল বেঙ্গল টাইগারের জন্ম—বাঘ সংরক্ষণে ত্রিপুরার অভূতপূর্ব সাফল্য।

সিপাহীজলায় রয়্যাল বেঙ্গল টাইগারের জন্ম—বাঘ সংরক্ষণে ত্রিপুরার অভূতপূর্ব সাফল্য।

ত্রিপুরার সিপাহীজলা চিড়িয়াখানায় সম্প্রতি এসেছে খুশির খবর। এই অভয়ারণ্যে একটি রয়্যাল বেঙ্গল টাইগ্রেস তিনটি সুস্থ ও সুন্দর শাবকের জন্ম দিয়েছে। কয়েক মাস আগেই জঙ্গলে ছাড়া হয়েছিল একটি পুরুষ ও একটি মহিলা বাঘ। তখন থেকেই কর্তৃপক্ষের কাছে বড় চ্যালেঞ্জ ছিল—এই বাঘেরা কি নতুন পরিবেশে মানিয়ে নিতে পারবে?প্রকৃতির নিয়মে সব বাধা কাটিয়ে গর্ভবতী হয় বাঘিনীটি। এবং কিছুদিন আগেই সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এই তিন নতুন সদস্যের আগমন। তাদের নিরাপত্তার জন্য চিড়িয়াখানাজুড়ে বসানো হয়েছে আধুনিক ক্যামেরা ও নজরদারির ব্যবস্থা।নবজাত শাবকদের নিরাপত্তার জন্য চিড়িয়াখানাজুড়ে বসানো হয়েছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা। কর্তৃপক্ষ জানিয়েছে, মা বাঘ এবং শাবকদের গতিবিধি ও স্বাস্থ্য পর্যবেক্ষণে এই নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ।ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন—”দারুণ খবর। বনের ভবিষ্যৎ রাজা-রানিরা সিপাহিজালায় এসে গেছে। তাদের নিরাপদ জীবন কামনা করি।”এই সফলতার পিছনে রয়েছে কেন্দ্রীয় সরকারের ‘অ্যানিমেল এক্সচেঞ্জ প্রোগ্রাম’। এই প্রকল্পের অধীনে ত্রিপুরা থেকে শিলিগুড়িতে পাঠানো হয়েছিল সিংহ, চশমা বাঁদর, ব্ল্যাক বাক ও লেপার্ড ক্যাট। আর পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরায় আসে রয়্যাল বেঙ্গল টাইগার।একদিকে প্রাণীর সুরক্ষা, অন্যদিকে প্রকৃতির ভারসাম্য—এই দুইয়ের সমন্বয়েই গড়ে উঠছে ভবিষ্যতের পরিবেশবান্ধব সমাজ।

Post Comment

You May Have Missed