×

পুলিশের বেশে ডাকাত দল লুটে নিলো সর্বস্ব*

পুলিশের বেশে ডাকাত দল লুটে নিলো সর্বস্ব*

নিজস্ব প্রতিনিধি :ত্রিপুরা : প্রিয়াংকা বনিক : ১৮ সেপ্টেম্বর

চোর ডাকাতের দৌরাত্ম্য এখন অকল্পনীয় রূপ নিয়েছে। রাত বিরেতে চুরি ডাকাতি হামলার মতো ঘটনার সাক্ষী তো অনেকেই রয়েছেন। কিন্তু পুলিশের বেশ ধরে ডাকাতি করতে আশা যেন ডাকাত চক্রের এক নয়া সংস্কৃতির আমদানি। এবার আরালিয়া শ্রমজীবী কলোনি এলাকায় উমা দাস এর বাড়িতে রাত বিরেতে পুলিশের পোশাক পরে হানা দিল ডাকাত দল। ঘটনা গতকাল মধ্যরাত আনুমানিক ৩ ঘটিকায়। বাড়ির মালিক তথা উমা দেবীর স্বামী মন্টু দাস কে ঘরের ভেতরে আঁটকে তিন জন পুলিশ বেশ ধারী ডাকাতেরা ঘরের সমস্ত অর্থকরী লুটে নিয়ে যায়। তাদের মুখে কালো কাপড় বাঁধা ছিল বলে তাদের কেউ চিনতে পারেনি । অন্যদিকে একই দিনে সন্ধ্যা সাড়ে ৭ টা নাগাদ একই এলাকার অপর বাসিন্দা অর্জুন দাসের বাড়িতে হানা দিয়ে ঘরে থাকা নগদ সাড়ে তিন হাজার টাকা সহ ব্যাঙ্কের পাশ বই নিয়ে পালায় ডাকাত দল।

অল্পেতে রক্ষা পায় ঘরের শো কেইজে থাকা স্বর্ণালঙ্কার। ঘটনার খবর পেয়ে পুলিশ পৌছায় এবং সব তথ্য নিয়ে আসেন। পুলিশ আশ্বাস দিয়েছেন যে এই ডাকাত দের খুঁজে বেড় করবেন। কিন্তু সব চাইতে আশ্চর্যের বিষয়, পুলিশ বেশেই যে ডাকাতেরা ডাকাতি করতে সফল হয়ে যাচ্ছে তাদের দৌরাত্ম্যের কাছে কি পুলিশের জ্বাল কাজ করবে ? উল্লেখ্য এই ধরণের ঘটনা ঐ এলাকায় এর আগে কখনোই সংগঠিত হয়নি। কে বা কারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে ঘটনা ঘটিয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ক্ষতি গ্রস্থরা। অন্যদিকে আরালিয়ার বিভিন্ন এলাকা জুড়ে এধরণের ডাকাত ও চোর চক্রেরা সন্ধ্যে হলেই মাথা চারা দিয়ে উঠছে বলে খবর পাওয়া যাচ্ছে। কিন্তু পুলিশ প্রশাসনের কুম্ভ নিদ্রা ভঙ্গের আগেই সর্বস্ব লুটে নিয়ে যাচ্ছে তারা।

Previous post

শ্রীলংকায় কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্বর্ণপদক পেলো রাজ্যের খুদে দাবারু আর্সিয়া দাস।

Next post

দিল্লি পাচ্ছে মহিলা মুখ্যমন্ত্রী। দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হয়ে গেল।*

Post Comment

You May Have Missed