×

উত্তপ্ত রানীরবাজার, মন্ত্রীর হস্তক্ষেপে অবরোধ মুক্ত সড়ক।

উত্তপ্ত রানীরবাজার, মন্ত্রীর হস্তক্ষেপে অবরোধ মুক্ত সড়ক।

উত্তপ্ত রানীরবাজার, মন্ত্রীর হস্তক্ষেপে অবরোধ মুক্ত সড়ক।

নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা :প্রিয়াংকা বনিক : ২৯ আগস্ট

গত রবিবার দুর্গানগরে দুষ্কৃতিকারীরা কালী মূর্তি ভেঙে ফেলে । এই ঘটনায় হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে দেখা দেয় উত্তেজনা। পরবর্তীতে দুই সম্প্রদায়ের মধ্যে বৈঠক চলাকালীন কিছু দুষ্কৃতিকারী কিছু মুসলিমদের উপর আক্রমণ করে। পুলিশ এই ঘটনায় গতকাল রাতে পাঁচ জন হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিকে ধরে নিয়ে আসে থানায়। এই ঘটনায় আজ সকাল থেকে দেখা দেয় উত্তেজনা। উত্তেজিত জনতা আসাম আগরতলা জাতীয় সড়কের রানীবাজার রাস্তা অবরোধ করে। এবং দাবি করতে থাকে নির্দোষ পাঁচজনকে অবিলম্বে ছাড়তে হবে পাশাপাশি মূর্তি ভাঙ্গায় অভিযুক্ত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে তারা রাস্তা অবরোধ করে থাকবে বলে জানান। পরবর্তীতে মন্ত্রী সুশান্ত চৌধুরী ও পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার কিরণ কুমার কে এর সঙ্গে কথা বলে অবরোধকারীরা অবরোধ উঠিয়ে নেয়।

প্রসঙ্গত রাতের আঁধারে কালী মূর্তি ভাঙ্গাকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতি ধারণ করেছিল রানিরবাজার থানাধীন অন্তর্গত কৈতরাবাড়ি এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় সংর্ঘষ। দুষ্কৃতীদের পাল্টা আক্রমণে ক্ষতিগ্রস্ত হয় সংখ্যালঘুদের একাধিক বাড়িঘর। দোকানপাটে ভাঙ্গচুর, লুটপাট সহ আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আগরতলার কাছেই রানিবাজার এলাকায় এক কালীমন্দিরে মূর্তি ভাঙার ঘটনাকে কেন্দ্র করে অশান্তির চরম আকার নিয়েছে। এই ঘটনার পর এলাকার অন্তত ১২টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুড়িয়ে দেওয়া হয়েছে অসংখ্য গাড়ি।গোটা ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। পরিস্থিতি সামাল দিতে বিপুল সংখ্যক নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে ওই এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি স্থানীয় এক কালীমন্দিরে হামলা চালিয়েছিল দুষ্কৃতীরা। এর পর রবিবার রাতে রানিবাজারে অন্তত ১২টি বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। একাধিক মোটরবাইক ও পিকআপ ভ্যানে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। যদিও এই হামলায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে আতঙ্ক চরম আকার নিয়েছে। রাজ্য পুলিশের ডিজি অমিতাভ রঞ্জন জানিয়েছিলেন , ‘অশান্তি এড়াতে গোটা এলাকায় বিপুল সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। পুলিশের তরফে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। কারা এই হামলা চালাল তার তদন্ত চলছে।’

দীর্ঘ ৩৫ বছর পুরনো কালী মন্দিরের কালী মূর্তির মুখ বিকৃত অবস্থায় দেখতে পান। এই ঘটনা জানাজানি হতেই গোটা এলাকা জুড়ে উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বসবাসকারী দুই গোষ্ঠীর মধ্যে সংর্ঘষ শুরু হয়। পর্রবতী সময়ে দুষ্কৃতীরা সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা চালায় বলেও অভিযোগ।

এদিকে ঘটনার পর এলাকায় শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছিলেন তিপ্রো মোথার প্রধান প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা।

ইতিমধ্যেই ত্রিপুরায় ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। প্রায় ১.১৭ লক্ষ মানুষ গৃহহারা হয়েছেন। এই পরিস্থিতির মাঝে সাম্প্রদায়িক হিংসা মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে প্রশাসনের কাছে। রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। তাঁদের আশঙ্কা যে কোনও সময় পরিস্থিতি খারাপ আকার নিতে পারে।
তবে সাম্প্রদায়িক দাঙ্গাকে উস্কানি দিতেই যে এই ধরণের ঘটনা সংগঠিত করা হয়েছে, তা স্পষ্ট।

Post Comment