বিশ্রামগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে শীতবস্ত্র বিতরন*
নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা : প্রিয়াংকা বনিক : ২ ডিসেম্বর বিশ্রামগঞ্জ পুষ্কর বাড়ি জাতীয় সড়ক সংলগ্ন রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে এবং রামকৃষ্ণ মঠ ও মিশন বিবেক নগরের সহায়তায় দুস্থ নর নারীদের মধ্যে বিতরণ করা হয় শীত বস্ত্র। সোমবার দিন সকালে বিশ্রামগঞ্জ পুষ্কর বাড়ি রামকৃষ্ণ সেবাশ্রমে ঠাকুর রামকৃষ্ণ পরম হংস দেবের পাদ পদ্মে বিবেক নগরের নিহাল মহারাজ এবং রাজেশ মহারাজ ফুল এবং মাল্যদান করার পর শুরু হয় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান। বিশ্রামগঞ্জ এলাকার ১৫০ জন দরিদ্র নারী পুরুষের হাতে তুলে দেওয়া হয় শীতের জ্যাকেট এবং কম্বল। প্রতিবছর ই বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে বিশ্রামগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রম। দুর্গা পুজো এবং বিধ্বংসী বন্যার সময়ে ও দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়। ১৯৯০ সালে বিশ্রামগঞ্জ জাতীয় সড়ক সংলগ্ন পুষ্কর বাড়িতে প্রতিষ্ঠিত হয় এই রামকৃষ্ণ সেবাশ্রম। জীব জ্ঞানে শিব সেবা করাই হলো রামকৃষ্ণ মিশনের ধর্ম এই আদর্শের উপর ভিত্তি করেই প্রতি বছর মানুষের সেবায় নিযুক্ত থাকে বিশ্রামগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রম। বস্ত্র বিতরণ শেষে জানালেন আশ্রমের সভাপতি প্রদীপ দত্ত এবং কোষাধ্যক্ষ সুকুমার দত্ত। এছাড়াও শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশ্রমের সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ আশ্রম কমিটির গুরুত্বপূর্ণ সদস্য দুলাল ঘোষসহ অন্যান্যরা। শীত বস্ত্র জ্যাকেট এবং কম্বল পেয়ে ভীষণ খুশি দরিদ্র নর নারীরা ।
Post Comment