
আন্তর্জাতিক অঙ্গনে ভারত-রাশিয়া সম্পর্ক নিয়ে উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই কূটনৈতিক দৃষ্টিতে গুরুত্বপূর্ণ এক খবর সামনে এলো। চলতি মাসের শেষের দিকেই ভারত সফরে আসতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সূত্র অনুযায়ী, সম্প্রতি রাশিয়া সফরে গিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (NSA) অজিত ডোভাল এই সফরের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন। রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, ডোভাল বলেছেন, “ভারত ও রাশিয়ার মধ্যে একটি দীর্ঘস্থায়ী ও বিশেষ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখি। প্রেসিডেন্ট পুতিনের আসন্ন ভারত সফর নিয়ে আমরা আশাবাদী। এখন শুধু দিনক্ষণ নির্ধারণের অপেক্ষা।”
এই সফরের আগে চীনের সাংহাইতে অনুষ্ঠিত হতে যাওয়া সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO) সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পুতিনের বৈঠকের সম্ভাবনাও তৈরি হয়েছে। দুই নেতাই সম্মেলনে যোগ দেবেন বলে নির্ভরযোগ্য সূত্রের খবর।
প্রেসিডেন্ট পুতিনের শেষ ভারত সফর হয়েছিল ২০২১ সালে। প্রায় চার বছর পর তাঁর আবার দিল্লি আগমন কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই সফর ভারতের সঙ্গে রাশিয়ার জ্বালানি নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতাকে আরও গভীর করবে।
বিশেষত রুশ তেল আমদানিকে কেন্দ্র করে ভারত-আমেরিকার মধ্যে উত্তেজনা বাড়লেও, ভারত এখন পর্যন্ত একটি ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রেখেছে। এর মধ্যেই ডোভালের মস্কো সফরে ইঙ্গিত মিলেছে এক সম্ভাব্য বৃহৎ তেল আমদানি চুক্তির, যা রাশিয়া থেকে ভারতের পক্ষে আরও ছাড়ে তেল আমদানির সুযোগ তৈরি করতে পারে।
যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেও দিল্লির স্থির কৌশল!
বিশ্লেষকদের মতে, মার্কিন প্রশাসনের চাপের পরোয়া না করে রাশিয়ার সঙ্গে জ্বালানি অংশীদারিত্ব জোরদার করতে ভারতের আগ্রহ স্পষ্ট। দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক সমীকরণে এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।