×

আর জি কর ঘটনা নিয়ে এবার মুখ খুললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

মুখ খুললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

আর জি কর ঘটনা নিয়ে এবার মুখ খুললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নিজস্ব প্রতিনিধি : কলকাতা : প্রিয়াংকা বনিক : ২৯ আগস্ট

আরজিকরের প্রতিবাদে দেশজুড়ে বিচার চেয়ে পথে নেমেছে মানুষ। একই সাথে কর্ম বিরতি পালন পশ্চিমবঙ্গসহ করছে দেশের একাধিক হাসপাতালের চিকিৎসকরা। এছাড়াও বিচারের দাবিতে সমাজ) পথে নেমে ও সরব হয়েছেন।
এবার এই আরজি করের ঘটনা নিয়ে সরব হলেন রাষ্ট্রপতি দৌপদী মুর্মু। তার কথায়,”অনেক হয়েছে মহিলাদের উপর অপরাধ আর বরদাস্ত নয়, আরজি করের ঘটনা এক ভয়ঙ্কর ঘটনা। আর জি কর মেডিকেলে যা হয়েছে তাতে আমি ভীত। কোন সভ্য সমাজ মা-বোনেদের ওপর নির্যাতন মানতে পারে না। অনেক হয়েছে মহিলাদের ওপর অপরাধ আর বরদাস্ত নয়। ছাত্র-ছাত্রী চিকিৎসকরা রাস্তায় কিন্তু অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে।”এর পর তিনি নিরভয়া কাণ্ডের প্রসঙ্গ টেনে ইতিমধ্যেই আরজিকর কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে পথে নামতে বাকি নেই কোন মানুষের। গ্রাম থেকে শহর। রাজ্য থেকে দেশ সর্বত্র একটাই দাবী নারীদের সুরক্ষা ও এই নৃশংস ঘটনার প্রকৃত বিচার। আর এই ঘটনায় সুপ্রিম কোর্টে স্বতঃপ্রণদিত মামলা দায়ের হয়েছে। যার পরবর্তী শুনানি আগামী সেপ্টেম্বরে। এদিকে হাইকোর্টের নির্দেশে এই ঘটনার তদন্ত ভার গিয়েছে সিবিআই এর হাতে। অর্থাৎ ক্রমেই এই ঘটনার প্রভাব রাজ্যের সীমা ছাড়িয়ে এখন দেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে। যে কারণে সারাদেশে চিকিৎসক মহল কর্মবিরতির ডাকও দিয়েছে। এই আবহে এবার মুখ খুললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এদিন তিনি আর জি কর কাণ্ডের নৃশংসতা ও ভয়াবহতা নিয়ে মন্তব্য করেন। পাশাপাশি নির্ভয়া কাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “নিরভয়া কাণ্ডের ১২ বছর পার হয়েছে কিন্তু এখনো ধর্ষণের ঘটনা অপরাধের ঘটনা ঘটেই চলেছে। এখন সমাজকে রুখে দাঁড়াতে হবে এই সব অপরাধের বিরুদ্ধে এবং শাস্তি দিতে হবে অপরাধীদের।

Post Comment