
নিজস্ব প্রতিনিধি : ত্রিপুরা :প্রিয়াংকা বনিক : ০২ অক্টোবর
আজ রাজ্যের পরিবহন বিভাগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রিপেইড ট্যাক্সি কাউন্টারের শুভ উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অনেকেই। ফিতা কেটে এই কাউন্টারের উদ্বোধন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। অনুষ্ঠানে মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, অটো রিকশা ও প্রিপেইড ট্যাক্সি চালকরা ত্রিপুরা রাজ্যের উন্নয়নের ধারক ও বাহক।তাই অটো রিক্সা ও প্রিপেইড ট্যাক্সি চালকদের বাদ দিয়ে রাজ্যের অগ্রগতি চিন্তা করা যায় না। মন্ত্রী চালকদের উদ্দেশ্যে বলেন যতক্ষণ না পর্যন্ত দিনের শেষ বিমান আসা পর্যন্ত যাতে তারা বিমানবন্দর ছেড়ে না যায়। যাত্রীরা বিমান থেকে নেমে যদি গাড়ি না পায় তাহলে তাদের বড় সমস্যায় পড়তে হবে।

কিন্তু চালকদের কারণে যদি কাউন্টার বন্ধ হয়ে যায় তাহলে এর বদনাম হবে পরিবহন দপ্তরের। তাই পরিবহন দপ্তরের উপর যাতে কোনরকম চাপ সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে বলেছেন মন্ত্রী। মন্ত্রী চালকদের উদ্দেশ্যে আর বলেন কোনভাবেই যাতে কোন যাত্রীর সাথে অভাব আচরণ না করা হয়। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ত্রিপুরা পুলিশের ইন্টেলিজেন্স বিভাগের ডিজিপি অনুরাগ ধ্যানকর, ত্রিপুরা সরকারের পরিবহন দপ্তরের সচিব ইউ কে জমাতিয়া, আগরতলা বিমান বন্দরের অধিকর্তা কে সি মীণা, পশ্চিম জেলার পুলিশ সুপার ড. কিরণ কুমার কে, ট্রাফিক পুলিশের এডিশনাল এসপি সুদাম্বিকা আর সহ ট্যাক্সি চালক ও অটো রিক্সা চালকরা।