
নিজস্ব প্রতিনিধি :ত্রিপুরা :প্রিয়াংকা বনিক : ২৯ অক্টোবর
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে স্থানীয় বিধায়িকার প্রচেষ্টায় শুরু হলো রাস্তার মাথা থেকে কমলাসাগর কসবেশ্বরি কালী মন্দির পর্যন্ত মূল সড়ক নির্মাণের কাজ। দীর্ঘদিন ধরেই এই সড়ক সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা। স্থানীয়দের এই দাবিকে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট তুলে ধরেন স্থানীয় বিধায়িকা অন্তরা দেব সরকার। অবশেষে সেই কাজের অনুমোদন লাভের সাথে সাথেই তৎপরতার সহিত শুরু হয় এই সড়ক নির্মাণের কাজ। এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মালিক সাহাকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বিধায়িকা অন্তরা দেব সরকার। পাশাপাশি রাজ্যবাসীকে কসবেশ্বরী মায়ের মন্দির দর্শনের জন্য আমন্ত্রণও জানান বিধায়িকা।