নাবালিকা মেয়ের অপহরণ, ধর্ষণ এবং খুনের ঘটনায় মুখ্যমন্ত্রীর কাছে অভিযুক্তের ফাসির দাবি জানালেন সন্তান হারা অসহায় বাবা-মা।*
নিজস্ব প্রতিনিধি :ত্রিপুরা : প্রিয়াংকা বনিক : ২৭ সেপ্টেম্বর
ধর্ষণ অপহরণ, এবং খুন এধরনের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। ফের একবার ত্রিপুরার বুকে আরো এক রোমহর্ষক ঘটনা ঘটে গেলো।
জানা গেছে কুমারঘাট থানার অন্তর্গত পূর্ব কাঞ্চন বাড়ি এলাকার প্রণয় মালাকার অসুস্থ থাকার কারণে আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাড়িতে ছিলেন ওনার ১৬ বছরের নাবালিকা মেয়ে। বাবা-মার অনুপস্থিতির সুযোগ নিয়ে কুমারঘাট চিটাগাং বস্তি এলাকার মিঠুন দে নামে এক যুবক গত ১৬ আগস্ট ওই নাবালিকা মেয়েটিকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। গত ১৭ সেপ্টেম্বর মিঠুন দের বাড়িতে ঝুলন্ত অবস্থায় ওই নাবালিকা মেয়েটির মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় নাবালিকা মেয়েটির বাবা প্রণয় মালাকার কুমারঘাট থানায় অভিযুক্ত মিঠুন দের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ এবং খুনের মামলা দায়ের করে। কুমারঘাট থানার পুলিশ যথারীতি নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে অভিযুক্ত মিঠুন দে কে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।
এই ঘটনায় শুক্রবার সকালে নাবালিকা মেয়েটির মা বাবা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে অভিযোগ করেছেন মিঠুন দে তাদের মেয়েকে জোরপূর্বক অপহরণ করে একাধিকবার ধর্ষণ করার পর তাকে খুন করে ঝুলিয়ে রেখেছে। তাই তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অভিযুক্ত মিঠুন দে এর ফাঁসির দাবি জানিয়েছেন।
Post Comment