×

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছে ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শুরু হয়েছে ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে নির্বাচন হচ্ছে ত্রিপুরার বিভিন্ন জায়গায় । বিশেষ করে বাংলাদেশ সীমানা লাগোয়া গ্রামগুলিতে কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ।

সকাল থেকে বিভিন্ন গ্রামে উৎসবের মেজাজে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া।

পঞ্চায়েত নির্বাচনের ৭১ শতাংশ গ্রাম পঞ্চায়েত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছিল শাসক দল বিজেপি। পঞ্চায়েত সমিতির ৫৮ শতাংশ এবং জেলা পরিষদের ১৭ শতাংশ আসনও বিনা লড়াইয়ে দখল করে নিয়েছিল ত্রিপুরার পদ্ম ব্রিগেড।

নির্বাচন নিয়ে সিপিআইএম এবং বিরোধীদের উপর অভিযোগ তুলেছে শাসক দল বিজেপি।

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত ধনপুর। এদিন ভোট গ্রহণ পর্ব শুরু হওয়ার কিছুক্ষণ পর শাসক দলীয় প্রার্থীর উপর আক্রমণ সংঘটিত করার অভিযোগ উঠলো সিপিআইএম ও নির্দল প্রার্থীদের বিরুদ্ধে। এই উত্তেজনার জেরে কিছুক্ষণের জন্য স্থগিত রাখা হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া।

ত্রিপুরায় পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলাপরিষদে মোট আসন সংখ্যা ৬৮৮৯ টি। এর মধ্যে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪৮০৫ টি আসনে ইতিমধ্যেই জয় পেয়ে গিয়েছে। গ্রাম পঞ্চায়েতের ৬৩৭০ টি আসনের মধ্যে বিজেপি ৪৫৫০ টি আসনে জয়ী হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়।গ্রাম পঞ্চায়েতের বাকি ১৮১৯ টি আসনে নির্বাচন হচ্ছে আজ। যেখানে বিজেপি প্রার্থী দিয়েছে ১৮০৯টি আসনে। সিপিআইএম প্রার্থী দিয়েছে ১২২২টি আসনে, কংগ্রেস প্রার্থী দিয়েছে ৭৩টি আসনে। বিজেপির সহযোগী তিপ্রা মোথা ১৩৮টি আসনে প্রার্থী দিয়েছে।
পঞ্চায়েত সমিতির ৪২৩টি আসনের মধ্যে ২৩৫ অর্থাৎ ৫৫ শতাংশ আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে।

এছাড়াও নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত না হয় তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার তথা পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডঃ বিশাল কুমার গতকালই জানিয়েছিলেন । যেগুলি স্পর্শকাতর ভোটকেন্দ্রে রয়েছে সেগুলোর মধ্যে সিআরপিএফ জওয়ান থাকবে। কোনভাবে শান্তি পূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে কঠোর হাতে দমন করবে পরিস্থিতি। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতৃত্বের সাথে মঙ্গলবার বৈঠক করা হয়েছে। বৈঠকে তাদের কাছে আহ্বান করা হয়েছে শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে যাতে তারা সমস্ত ধরনের সহযোগিতা করেন। তবে কিছু কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে ছাপ্পা ভোট এবং ভোটকেন্দ্রে যেতে বাধা দেওয়ার বিষয় নিয়ে পূর্বের অভিজ্ঞতার কথা ও তিনি বলেছিলেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত দু একটা ঘটনা ছাড়া এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় শান্তিপূর্ণ ভাবেই চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া

Post Comment