রাতেই ভারতীয় এয়ার স্ট্রাইকের আতঙ্কে F-16 ওড়াচ্ছে পাকিস্তান
পাক সেনার মদতে সীমান্তে জঙ্গি তৎপরতা, পাল্টা অ্যাকশনের প্রস্তুতিতে ভারতীয় সেনা। জঙ্গি তৎপরতা নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানের সেনাবাহিনীর প্রত্যক্ষ সহায়তায় সীমান্তবর্তী লঞ্চপ্যাডগুলিতে প্রশিক্ষণ নিচ্ছে জঙ্গিরা। সাম্প্রতিক পহেলগাঁও হামলার পর সেই আশঙ্কা আরও জোরালো হয়েছে।গোয়েন্দাদের দাবি, এই লঞ্চপ্যাডগুলির একটিতে প্রশিক্ষণ নিচ্ছিল সেই ৭ জন জঙ্গি যারা পহেলগাঁওয়ে ভয়াবহ হামলার সঙ্গে যুক্ত। হামলার পর তারা পাকিস্তানের মুজফ্ফরাবাদ ও করাচির বিভিন্ন সেফ হাউসে আশ্রয় নেয়। ডিজিটাল তথ্যপ্রমাণ ও ফরেন্সিক রিপোর্টে উঠে এসেছে, এই জঙ্গিরা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছিল, যা সাধারণত সেনা বা বিশেষ বাহিনীর ব্যবহারে দেখা যায়।এক প্রত্যক্ষদর্শীর বর্ণনায় উঠে এসেছে হামলার ভয়াবহতা। তাঁর কথায়, “জঙ্গিরা যেন আগেই জানত কোথায় কারা থাকবে। ঠান্ডা মাথায় একে একে গুলি করে পাহাড়ি ঢালে মিশে যায়।”গোটা পরিস্থিতি নিয়ে সতর্ক ভারতীয় সেনা। সূত্রের খবর, আজ রাতেই হতে পারে বড়সড় পাল্টা অ্যাকশন। ভারতীয় তিন বাহিনী—স্থল, নৌ ও বায়ুসেনা—কে হাই অ্যালার্টে রাখা হয়েছে। বিশেষ নজরদারি চালানো হচ্ছে স্যাটেলাইট ও ড্রোন প্রযুক্তির মাধ্যমে। অতীতে ২০১৬ ও ২০১৯ সালে যেমন সার্জিকাল স্ট্রাইক ও এয়ার স্ট্রাইক দেখা গিয়েছিল, তেমনই কিছু অভিযান চালানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।অন্যদিকে, পাকিস্তানও সতর্ক। সীমান্ত অঞ্চলে তাদের অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান F-16 মোতায়েন করেছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।উল্লেখ্য, বৈসরন উপত্যকায় ২৬ জন হিন্দু পর্যটককে গুলি করে হত্যা করেছিল জঙ্গিরা। এই ঘটনার পরেই গোয়েন্দা তদন্তে উঠে আসে পাকিস্তানি মদতের বিষয়টি।বর্তমানে সীমান্তে উত্তেজনা চরমে। ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, দেশের নিরাপত্তা রক্ষার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।
Post Comment